Ebar firao more - এবার ফিরাও মোরে - Poem by Rabindranath Tagore

 
সংসারে সবাই যবে সারাক্ষন শতকর্মে রত ,
তুইশুধু ছিন্নবাধা পলাতক বালকের মতো 
মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুচ্ছায়ে 
দূরবনগন্ধবহ মন্দগতি ক্লান্ত তপ্ত বায়ে 
সারাদিন বাজাইলি বাঁশি । ওরে , তুই ওঠ আজি। 
আগুন লেগেছে কোথা !  কার শঙ্খ উঠিয়াছে বাজি 
জাগাতে জগৎ জনে ! কোথা হতে ধ্বনিছে ক্রন্দনে 
শূন্যতল ! কোন অন্ধ কারা-মাঝে জর্জর বন্ধনে
অনাথিনী মাগিছে সহায় ! স্ফীতপ্রায় অপমান 
অক্ষমের বক্ষহতে রক্ত শুষি করিতেছে পান