খোকা ঘুমায় - Khoka ghumay - Poems of Sukumar Ray

কোনখানে কোন সুদূর দেশে, কোন মায়ের বুকে,
কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনের সুখে ?
অজানা কোন দেশে সেথা কোনখানে তার ঘর ?
কোন সমুদ্র, কত নদী , কত দেশের পর ?
কেমন সুরে কি বলে মা ঘুমপাড়ানি গানে ,
খোকার চোখে নিত্যি সেথা ঘুমটি ডেকে আনে ?

শিশুর দেহ -Shishur deho - Poems of Sukumar Ray


চশমা-আটা পন্ডিতে কয়, শিশুর দেহ দেখে -
'হাড়ের পরে মাংস গেঁথে , চামড়া দিয়ে ঢেকে,
শিরার  মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু,
বাধলো দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু ।'
কবি বলেন, 'শিশুর মুখে হেরি তরুণ রবি,
উৎসারিত আনন্দে তার জাগে জগৎ ছবি,

শ্রাবণে - Shrabone - Poems of Sukumar Ray

জল ঝরে, জল ঝরে, সারাদিন সারারাত - 
অফুরান নামতায় বাদলের ধারাপাত 
আকাশের মুখঢাকা, ধোয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার ।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায় ,
নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।

গ্রীষ্ম - Grishmo - Poems of Sukumar ray

                      এক 

ওই এল বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, 
খাই খাই রবে জেনো ভয়ে কাঁপে বিশ্ব !
চোখে যেন দেখি তার ধূলিমাখা অঙ্গ,
বিকট কুটিলজটে ভ্রুকুটির ভঙ্গ,
রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে,
ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে !
মনে হয় বুঝি তার নিশ্বাসমাত্রে 
তেড়ে আসে পালাজ্বর পৃথিবীর গাত্রে !

বর্ষ গেল, বর্ষ এল - Borsho gelo borsho elo - Poems of Sukumar Ray

বর্ষ গেল, বর্ষ এল, গ্রীষ্ম এলেন বাড়ি,
পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি ।
সত্যিকালের এই পৃথিবী বয়স কেবা জানে,
লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে ।
আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে 
গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালের মেঘে,
শরৎকালের কান্না হাসি হালকা বাদল হাওয়া,

আয়রে আলো আয় - Aay re aalo aay - Poems of Sukumar Ray

পুব গগনে রাত পোহালো,
ভোরের কোলে লাজুক আলো নয়ন মেলে চায় ।
আকাশতলে ঝলক জ্বলে,
মেঘের শিশু  ছলে আলোক মাখে গায় ।
সোনার আলো,  রঙিন আলো ,
স্বপ্নে আঁকা নবীন আলো - আয়রে আলো আয় ।

মহাভারত - আদিপর্ব - Mahabharat Adiporbo - Poems of Sukumar Ray

হস্তিনায় চন্দ্রবংশ কুরুরাজকুল 
রাজত্ব করেন সুখে বিক্রমে অতুল ।
সেই কূলে জন্ম তবু দৈববশে হায় 
অন্ধ বলি ধৃতরাষ্ট্র রাজ্য নাহি পায় 
কনিষ্ঠ তাহার পান্ডু, রাজত্ব সে করে,
পাঁচটি সন্তান তার দেবতার বরে ।
জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠির ধীর শান্ত মন 
'সাক্ষাৎ ধর্মের পুত্র' কহে সর্বজন ।

ভীষ্ম -Bheesmo - Poems of Sukumar Ray

কুরুকূলে পিতামহ ভীষ্মমহাশয় 
ভুবন বিজয়ী বীর শুন পরিচয় -
শান্তনু রাজার পুত্র নাম সত্যব্রত 
জগতে সার্থক নাম সত্যে অনুরত ।
স্বয়ং জননী গঙ্গা ব দিলা তাঁরে 
নিজ ইচ্ছা বিনা বীর না মরে সংসারে ।

সাগর যেথায় - Sagor jethay - Poems of Sukumar Ray

সাগর যেথায় লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে,
আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে ।
মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ - দোলায় শুয়ে 
ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে ।
সন্ধ্যা সকাল মেঘের মেলা কূল কিনারা ছাড়ি ,
রং-বেরঙের পাল তুলে দেয় দেশ-বিদেশে পাড়ি ।

Ondho meye -অন্ধ মেয়ে - Poems of Sukumar Ray

গভীর কালো মেঘের পরে রঙিন ধনু বাঁকা ,
রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা !
সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি ,
রঙিন বেশে, রঙিন ফুলে রঙিন প্রজাপতি !

Nodi -নদী - Poems of Sukumar Ray

হে পর্বত, যত নদী করি নিরীক্ষণ ,
তোমাতেই করে তারা জনম গ্রহণ ।
ছোট বড় ঢেউ সব তাদের উপরে 
কল কল শব্দ করি সবে ক্রীড়া করে ,
সেই নদী বেঁকে চুরে যায় দেশে দেশে ,
সাগরেতে পরে গিয়া সকলের শেষে ।

Sri gobindo kotha - শ্রী গোবিন্দকথা - Poems of Sukumar Ray

 আমি অর্থাৎ শ্রী গোবিন্দ মানুষটি নই বাঁকা !
যা বলি তা ভেবেই বলি , কথায় নেইকো ফাঁকা 
এখানকার সব সাহেবসুবো, সবাই আমায় চেনে 
দেখতে চাও তো দিতে পারি সার্টিফিকেট এনে 
ভাগ্য আমায় দেয় নি বটে করতে বি, এ, পাশ 
তাই বলে কি সময় কাটাই কেটে ঘোড়ার ঘাস ?
লোকে যে কয় বিদ্যে আমার কথামালায় শেষ 
এর মধ্যে সত্যি কথা নেইকো বিন্দুলেশ ।

Chhora - ছড়া - Poems of Sukumar Ray

টিক টিক চলে ঘড়ি , টিক টিক টিক ,
একটা ইঁদুর এল সে সময়ে ঠিক ।
ঘড়ি দেখে একলাফে তাহাতে চড়িল,
টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল ।
অমনি ইঁদুরভায়া ল্যাজ গুটাইয়া ,
ঘড়ির ওপর থেকে পড়ে লাফাইয়া !
ছুটিয়া পালায়ে গেল আর না আসিল 
টিক টিক টিক ঘড়ি চলিতে লাগিল ।।

Borai - বড়াই - Poem by Sukumar Ray

গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছেন বাসা 
মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা ।
রাজার হাতি হাওদা পিঠে হেলেদুলে আসে -
'বাপ রে !' বলে ব্যাঙ বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে !
রাজার হাতি, মেজাজ ভারি  হাজার রকম চাল ;
হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল ।
গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয় -

Ajob khela - আজব খেলা - Poems of Sukumar Ray

সোনার মেঘে আলতা ঢেলে সিঁদুর গায় 
সকাল - সাঝে সূর্যিমামা নিত্যি আসে যায় ।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভরে ভরে 
আপন ছবি অবনী মুছে আঁকে নুতন করে ।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের এল জ্বেলে ,
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে ।
আবার আঁকে, আবার মোছে দিনের পরে দিন 
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন ।

Megher Kheyal - মেঘের খেয়াল - Poems of Sukumar Ray

আকাশের ময়দানে বাতাসের ভরে 
ছোট, বড়, সাদা, কালো কত মেঘ চরে ।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা 
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা ।
কথা হতে কথা যায় , কোন তালে চলে ,
বাতাসের কানে কানে কত কথা বলে ।
বুড়ো বুড়ো ধরি মেঘ ঢিপি হয়ে উঠে 
শুয়ে বসে সভা করে সারাদিন জুটে ।

Kolikata kotha re - কলিকাতা কোথা রে - Poems of Sukumar Ray


গিরিধি  আরামপুরী , দেহ মন চিৎপাত ;
খেয়ে শুয়ে হুহু ক'রে কেটে যায় দিনরাত ;
হৈ চৈ হাঙ্গামা হুড়োতাড়া হেথা নেই ;
মাস বার তারিখের কোনো কিছু ল্যাঠা নেই ;
খিদে পেলে তেড়ে যাও , ঘুম পেলে ঘুমিও -
মোট কথা কী আরাম , বুঝলে না তুমিও !
ভুলেই গেছিনু কোথা এই ধরা মাঝেতে 
আছে সে শহর এক কলকেতা নামেতে -

Sompadoker dosha - সম্পাদকের দশা - Poem by Sukumar Ray


সম্পাদকীয় -
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা ।
পোঁটলা পুঁটুলি বাঁধি হইলেন দেশছাড়া ।।
অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে ।
জানে তাহা ভুক্তভুগী অপরে বুঝিবে কিসে ?
লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি ।
বেচারি ভাবিল মনে - বিদেশে লুকায়ে থাকি ।।
এদিকে তো ক্রমে ক্রমে বৎসরেক হলো শেষ ।
'নোটিস' পড়িল কত সম্পাদক 'নিরুদ্দেশ' ।।

Borshar Kobita - বর্ষার কবিতা - Poem by Sukumar Ray

কাগজ কলম  বসিয়াছি সদ্য ,
আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য ।
কি যে লিখি কি যে লিখি ভাবিয়া  পাই রে ,
হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে ।
সারাদিন ঘনঘটা কালো মেঘ আকাশে ,
ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে ।

Bejay Raag - বেজায় রাগ - Poems by Sukumar Ray

 
ও হাড়গিলে, হাড়গিলে ভাই , খাপ্পা দেখি বড্ড আজ !
ঝগড়া কি সাজে তোমার ?
                               এই কি তোমার যোগ্য কাজ ?
হোমরা-চোমরা মান্য তোমরা বিদ্যে, বুদ্ধি, মর্যাদায় ,
ওদের সঙ্গে তর্ক করছ - নাই কি কোন লজ্জা তায় ?
জানছ নাকি বলছে ওরা ? 'কিচির মিচির কিচ্চিরি,'
অর্থাৎ কিনা তোমার নাকি চেহারাটা বিচ্ছিরি !
বলছে, আচ্ছা বলুক, তাতে ওদেরই তো মুখ ব্যাথা ,
ঠ্যাঁটা লোকের শাস্তি যত, ওরাই শেষে ভুগবে তা ।

Fajiler Dictionary - ফাজিলের ডিকশনারি - Poem by Sukumar Ray

সব যেন ধোঁয়া ধোঁয়া ছায়া-ঢাকা ধুলোতে ,
চোখ কান খিল দেওয়া গিজ্  গিজ্ তুলোতে !
বহে নাকো  নিঃস্বাস চলে নাকো রক্ত -
স্বপ্ন না জেগে দেখা ,  বোঝা ভারি শক্ত !  
মন বলে , ''ওরে ওরে আক্কেল মন্ত,
কানদুটো খুলে দিয়ে এইবেলা শোনতো ।''
ঠাস্ ঠাস্ দ্রুম্ দ্রাম্ , শুনে লাগে খটকা , -
ফুল ফোটে ? তাই বল !  আমি ভাবি পটকা !

Pakapaki - পাকাপাকি - Poems of Sukumar Ray

আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে 
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা  আগুনে ।
রোদে জলে টিকে রং, পাকা  কই তাহারে ,
ফলারটি পাকা হয় লুচি দধি আহারে ।
হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে ,
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে ।

Darer kobita - দাঁড়ের কবিতা - Poems of Sukumar Ray

 
চুপ কর্ ,  শোন শোন , বেয়াকুল হোসনে,
ঠেকে গেছি বাপরে কি ভয়ানক প্রশ্নে !
ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে ,
ঝিম ঝিম টনটন ব্যাথা করে হাড়েতে ।
এক ছিল দাঁড়ি মাঝি - দাড়ি তার মস্ত,
দাড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষত ।

পরিবেষন - Poribeshon - Poem by Sukumar Ray

'পরি'পূর্বক 'বিষ'ধাতু তাহে 'অনট' বসে 
তবে ঘটায় পরিবেষন লেখে অমরকোষে ।
অর্থাৎ ভোজের ভান্ড হাতে লয়ে মেলা 
ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা ।
এই দিকে এস তবে লয়ে ভোজ ভান্ড 
সমুখে চাহিয়া দেখ কি ভীষণ কান্ড !
কেহ কহে 'দৈ  আন' কেহ হাকে  'লুচি'
কেহ কাঁদে শূন্য মুখে পাতখানি মুছি ।

Bishom kando - বিষম কান্ড - Poem by Sukumar Ray

কর্তা চলেন, গিন্নি চলেন, খোকাও চলেন সাথে , 
তড়বড়িয়ে, বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে 
তেড়ে হনহন চলে তিনজন  যেন পল্টন চলে 
সিঁড়ি উঠতেই , একি কান্ড ! এ আবার কি বলে
ল্যাজ লম্বা, কান গোল গোল, তিড়িং-বিড়িং ছোটে ,
চোখ মিটমিট , কাটুস-কুটুস - এটি কোন জন বটে !

Obak Kando (অবাক কাণ্ড) - Poem of Sukumar Ray

শুন্‌ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে,
সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে ?
শুন্‌ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে ?
চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে ?

Aari - আড়ি - Poem by Sukumar Ray

কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে—
বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে।
শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি,
সাপে আর নেউলে ত চিরকাল বৈরী!

Truth in ME - introspection into my own self (Part-I)

Yesterday I was introspecting into myself and it seemed to lead to certain observation regarding myself. And since most human function in very similar pattern the findings of my introspection may be interpolated to the human society as a whole. 

I was thinking about my senses - firstly my eyes. They see things around. Also they are unable to see so many things. That was easy part. But then I thought - what if they mechanism of my eyes and its relations with brain are changed. Or say, the brain is little tweaked. The vision will change and I will see the same thing differently. It is also well known that different creatures see things differently. It is pretty simple to understand that without changing the 'object' being seen, changing the 'subject' that sees the object, the object changes. In practice, we don't say the object has changed. We say, our perception of the object has changed. This is due to the 'established reality'. 

Osombhob noy - অসম্ভব নয় - Poem by Sukumar Ray

এক যে ছিল সাহেব, তাহার
গুণের মধ্যে নাকের বাহার।
তার যে গাধা বাহন, সেটা
যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা।
ডাইনে বল্‌লে যায় সে বামে
তিন পা যেতে দুবার থামে ।
চল্‌তে চল্‌তে থেকে থেকে
খানায় খন্দে পড়ে বেঁকে।

Hingsutider gan - হিংসুটিদের গান - Poem by Sukumar Ray

 আমরা ভালো লক্ষী সবাই তোমরা ভারী বিশ্রী 
তোমরা  খাবে  নিমের পাচন , আমরা  খাবো মিশ্রী 
আমরা পাবো খেলনা পুতুল, আমরা পাবো চমচম 
তোমরা তো তা পাচ্ছ না কেও  পেলেও পাবে কম কম 
আমরা শোব খাট পালেঙে মায়ের কাছে ঘেষটে 
তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে 

Kane khato Bongshidhor - কানে খাটো বংশীধর - Poem by Sukumar Ray

কানে খাটো বংশীধর যায় মামাবাড়ি,
গুনগুন গান গায় আর নাড়ে দাড়ি।।
চলেছে সে একমনে ভাবে ভরপুর,
সহসা বাজিল কানে সুমধুর সুর।।
বংশীধর বলে, 'আহা, না জানি কি পাখি
সুদুরে মধুর গায় আড়ালেতে থাকি।।
দেখ, দেখ সুরে তার কত বাহাদুরি,
কালোয়াতি গলা যেন খেলে কারিকুরি।।'

Kajer lok - কাজের লোক - Poem by Sukumar Ray

                     প্রথম।
বাঃ - আমার নাম 'বাঃ',
বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা!
লেখাপড়ার ধার ধারিনে , বছর ভরে ছুটি,
হেসে খেলে আরাম ক'রে দুশো মজা লুটি।
কারে কবে কেয়ার করি , কিসের করি ডর?
কাজের নামে কম্প দিয়ে গায়ে আসে জ্বর।
গাধার মতন খাটিস্ তোরা মুখটা করে চুন-
আহাম্মুকি কান্ড দেখে হেসেই আমি খুন।

Kanakhora songbad - কানাখোঁড়া সংবাদ - Poem by Sukumar Ray

পুরাতন কালে ছিল দুই রাজা,
          নাম ধাম নাহি জানা,
একজন তার খোড়া অতিশয়,
          অপর ভূপতি কানা।
মন ছিল খোলা, অতি আলো ভোলা
          ধরমেতে ছিল মতি,
পর ধনে সদা ছিল দোঁহাকার
          বিরাগ বিকট অতি।

Khai Khai - খাই খাই - Poem by Sukumar Ray

খাই খাই করো কেন, এসো বসো আহারে—
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,
জড় করে আনি সব— থাক সেই আশাতে।
ডাল ভাত তরকারি ফল-মূল শস্য,
আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,
রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,
ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি,

Haat Gonona - হাত গণনা - Poems by Sukumar Ray

 ও পাড়ার নন্দগোসাঁই , আমাদের নন্দ খুড়ো ,
স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ।
ছিল না তার অসুখবিসুখ , ছিল সে মনের সুখে,
দেখা যেত সদাই তারে হুঁকোহাতে হাস্যমুখে ।
হঠাৎ কি তার খেয়াল হল ,
                             চলল সে তার হাত দেখাতে 
ফিরে এলো শুকনো সরু, ঠকাঠক কাঁপছে দাঁতে !
শুধালে সে কয়না কথা, আকাশেতে রয় সে চেয়ে,
মাঝে মাঝে শিউরে ওঠে, পড়ে জল চক্ষু বেয়ে ।

Ramgarurer chana - রামগরুড়ের ছানা - Poems of Sukumar Ray

রামগরুড়ের ছানা          হাসতে তাদের মানা 
           হাসির কথা শুনলে বলে
             ''হাসব না না না না !''
সদাই মরে ত্রাসে -          ওই বুঝি কেউ হাসে 
         এক চোখে তাই মিটমিটিয়ে 
            তাকায় আসে পাশে ।
ঘুম নেই তার চোখে        আপনি ব'কে ব'কে 
        আপনারে কয় , হাসিস যদি 
           মারবো কিন্তু তোকে !'

Nera beltolay kobar jay - poems of Sukumar Ray

রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা -
ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না ।
গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা ;
রাজা বলে , ''বৃষ্টি নামা - নইলে কিচ্ছু মিলছে না ।''
থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'সে চুপটি ক'রে ,
হাঁড়িপানা মুখটি ক'রে আঁকড়ে ধরে শ্লেটটুকু ;
হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ।

Noboborsho - নববর্ষ - Poems by Subhro

ঘুমিয়ে পড়েছে অফিস 
শান্ত কাজের কোলাহল,
জেগে উঠেছে নতুন শহর এক 
আর তরল এলকোহল ।

নতুন বছরের আপ্যায়নে 
রাতের শহর মগ্ন,
কারো ভালোবাসা কারো অভিমান 
হোটেলের রুমে নগ্ন ।