কি মুস্কিল - Ki Muskil - Poems of Sukumar Ray

সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত ,
সরকারী সব অফিসখানার কোন সাহেবের কদর  কত ।
কেমন ক'রে চাটনি বানায়,  কেমন ক'রে পোলাও করে ,
হরেক রকম মুষ্টিযোগের বিধান লিখছে ফলাও করে 
সাবান কালি দাঁতের মাজন বানাবার সব কায়দা কেতা ,
পূজা পার্বন তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখছে হেথা ।
সব লিখেছে , কেবল দেখ পাচ্ছিনেকো লেখা কোথায় -
পাগলা ষাঁড়ে করলে তাড়া কেমন ক'রে ঠেকাব তায় !  

Narad ! Narad ! - নারদ ! নারদ ! - Poems of Sukumar Ray

''হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল শাদা বলছিলি লাল ?
(আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে ?
(আর) তোদের পোষা বেড়ালগুলো শুচু নাকি বেজায় হলো ?
(আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি ?
ক্যান রে ব্যাটা ইস্টুপিড ? ঠেঙিয়ে তোরে করবো টিট !''
''চোপড়াও তুমি স্পিকটি নট , মারব রেগে পটাপট -''

Golpo Bola - গল্প বলা - Poems of Sukumar Ray

''এক যে রাজা - থাম না দাদা ,
রাজা নয় সে, রাজ পেয়াদা |''
''তার যে মাতুল'' - ''মাতুল কি সে ? 
সবাই জানে সে তার পিশে |''
''তার ছিল এক ছাগল ছানা '' -
''ছাগলের কি গজায় ডানা ?''
''একদিন তার ছাতের প'রে '' -
''ছাত কোথা হে - টিনের ঘরে ?''

Daare daare droom - দাঁড়ে দাঁড়ে দ্রুম - Poems of Sukumar Ray

ছুটছে মটর ঘটর ঘটর ছুটছে গাড়ী জুড়ি ,
ছুটছে লোকে নানান ঝোঁকে করছে হুড়োহুড়ি ;
ছুটছে কত খ্যাপার মতো পড়ছে  কত চাপা ,
সাহেব মেমে থমকে থেমে বলছে 'মামা পাপা ' 
আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে 
''দাঁড়ে দাঁড়ে দ্রুম ! দেড়ে দেড়ে দেড়ে !''