Daare daare droom - দাঁড়ে দাঁড়ে দ্রুম - Poems of Sukumar Ray

ছুটছে মটর ঘটর ঘটর ছুটছে গাড়ী জুড়ি ,
ছুটছে লোকে নানান ঝোঁকে করছে হুড়োহুড়ি ;
ছুটছে কত খ্যাপার মতো পড়ছে  কত চাপা ,
সাহেব মেমে থমকে থেমে বলছে 'মামা পাপা ' 
আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে 
''দাঁড়ে দাঁড়ে দ্রুম ! দেড়ে দেড়ে দেড়ে !''

বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা ,
ঠাণ্ডারাতে সর্দিবাতে মরবি কেন দাদা ?
হোক না সকাল হোক না বিকাল 
                 হোক না দুপুর বেলা ,
থাক না তোমার অফিস যাওয়া 
                 থাক না কাজের ঠেলা -
এই দেখ না চাঁদনি রাতের ঘুম এনেছি কেড়ে ,
''দাঁড়ে দাঁড়ে দ্রুম ! দেড়ে দেড়ে দেড়ে !

মুখ্যু যারা হচ্ছে সারা  পড়ছে বসে একা ,
কেউ বা দেখ কাচুর মাচুর কেউ বা ভ্যাবাচ্যাকা ।
কেউ বা ভেবে হদ্দ হলো , মুখটি যেন কালি , 
কেউ বা বসে বোকার মতো মুন্ডু নারে খালি ।
তার চেয়ে ভাই, ভাবনা ছেড়ে গাওনা গলা ছেড়ে 
''দাঁড়ে দাঁড়ে দ্রুম ! দেড়ে দেড়ে দেড়ে !

বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট ,
হাঁটছ কত খাটছ কত পাচ্ছ কত কষ্ট !
আসল কথা বুঝছো না যে করছো না যে চিন্তা ,
শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা ?
পাল্লা ধরে গায়ের জোরে গিটকিরি দাও ঝেড়ে ,
''দাঁড়ে দাঁড়ে দ্রুম ! দেড়ে দেড়ে দেড়ে !''

No comments:

Post a Comment