Narad ! Narad ! - নারদ ! নারদ ! - Poems of Sukumar Ray

''হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল শাদা বলছিলি লাল ?
(আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে ?
(আর) তোদের পোষা বেড়ালগুলো শুচু নাকি বেজায় হলো ?
(আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি ?
ক্যান রে ব্যাটা ইস্টুপিড ? ঠেঙিয়ে তোরে করবো টিট !''
''চোপড়াও তুমি স্পিকটি নট , মারব রেগে পটাপট -''
''ফের যদি তারাবি চোখ কিংবা আবার করবি রোখ,
কিংবা যদি এমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে -''
''আই ডোন্ট কেয়ার কানাকড়ি - জানিস আমি স্যান্ডো করি ?''
''ফের লাফাচ্ছিস ? অল রাইট কামেন ফাইট কামেন ফাইট !''
''ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি , টেরটা পাবে আজ এখনি !
আজকে যদি থাকত মামা পিটিয়ে তোমায় করতো ঝামা । - ''
''আরে ! আরে ! মারবি নাকি ? দাড়া একটা পুলিশ ডাকি !''
''হাঁহাঁহাঁহাঁ ! রাগ করো না , করতে চাও কি তাই বল না !''
''হাঁ হাঁ তাতো সত্যি বটেই আমি তো চটি নি মোটেই !
মিথ্যে কেন লড়তে যাবি ? ভেরি ভেরি সরি, মশলা খাবি ?''
'''শেকহ্যান্ড' আর দাদা' বল সব শোধ বোধ ঘরে চল ।''
''ডোন্ট পরোয়া অল রাইট হাউ ডুয়ুডু গুড নাইট ।''

No comments:

Post a Comment