Showing posts with label rabindranath. Show all posts
Showing posts with label rabindranath. Show all posts

Shesh nomoskar - শেষ নমস্কার - Geetanjali - Poems of Rabindranath Tagore

একটি নমস্কার প্রভু একটি নমস্কারে 
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে ।
ঘনশ্রাবণের মতো রসের ভরে নম্র নত 
একটি নমস্কারে, প্রভু , একটি নমস্কারে 
সমস্ত মন পড়িয়া থাক তব ভবন-দ্বারে ।।

Osomapto - অসমাপ্ত - Geetanjali - Poems of Rabindranath Tagore

জীবনে যত পূজা হল না সারা ,
জানি হে, জানি তাও হয় নি হারা ।
যে ফুল না ফুটিতে    ঝরেছে ধরণীতে ,
যে নদী মরুপথে হারালো ধারা,
জানি হে, জানি তাও হয় নি হারা ।।

Jabar din - যাবার দিন - Geetajnali - Poems of Rabindranath Tagore

যাবার দিনে এই কথাটি বলে যেন যাই -
যা দেখেছি, যা পেয়েছি , তুলনা তার নাই ।
এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে 
তারই মধু পান করেছি , ধন্য আমি তাই ।
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই ।।

Simay prokash - সীমায় প্রকাশ - (Geetanjali) - Poems of Rabindranath Tagore

সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর ।
          আমার মধ্যে তোমার প্রকাশ তাই এতো মধুর ।
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে ,
          অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়-পুর -
          আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর ।।
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে -
          বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে ।

Dhulamondir - ধুলামন্দির -Poems of Rabindranath Tagore

ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাকে পড়ে ।
রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে !
        অন্ধকারে লুকিয়ে আপন মনে 
        কাহারে তুই পুঁজিস সংগোপনে ,
নয়ন  মেলে দেখ দেখি তুই চেয়ে -  দেবতা নাই ঘরে ।।

Opomanito - অপমানিত - Poems of Rabindranath Tagore

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান 
অপমানে হতে  হবে তাহাদের সবার সমান ।
মানুষের অধিকারে        বঞ্চিত করেছ যারে ,
সম্মুখে দাড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান ,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান ।।

Diner Songi - দীনের সঙ্গী - Poems of Rabindranath Tagore

যেথায় থাকে সবার অধম দীনের থেকে দীন 
সেখানে যে চরণ তোমার রাজে -
সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।
যখন তোমায় প্রণাম করি আমি 
প্রণাম আমার কোনখানে যায় থামি ,
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে 
সেথায় আমার প্রণাম নামে না যে -
সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।।

Bharatteertho - ভারততীর্থ - Geetanjali - Poems of Rabindranath Tagore

হে মোর চিত্ত, পুন্য তীর্থে জাগো রে ধীরে

এই ভারতের মহামানবের সাগরতীরে।

হেথায় দাঁড়ায়ে  দু বাহু বাড়ায়ে নমি নর দেবতারে

উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে

ধ্যানগম্ভীর এই যে ভূধর , নদী-জপমালা-ধৃত প্রান্তর,

হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীর

এই ভারতের মহামানবের সাগরতীরে ।।

Protisristi - প্রতিসৃষ্টি - Poems of Rabindranath Tagore

হে মোর দেবতা, ভরিয়া এ দেহপ্রাণ 
কি অমৃত তুমি চাহ করিবারে পান !
           আমার নয়নে তোমার বিশ্বছবি 
           দেখিয়া লইতে সাধ যায় তব কবি -
           আমার মুগ্দ্ধ শ্রবনে নীরব রহি 
                          শুনিয়া লইতে চাহ আপনার গান ।।

Borshar rup - বর্ষার রূপ - Poem by Rabindranath Tagore

আজ           বর্ষার রূপ দেখি মানবের মাঝে -
              চলেছি গরজি , চলেছে নিবিড় সাজে ।
      হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা ,
      ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা ,
      কোন তাড়নায় মেঘের সহিত মেঘে 
                    বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে ।।

Chitra - চিত্রা - Poems of Rabindranath Tagore

জগতের মাঝে কত বিচিত্র তুমি হে 
        তুমি বিচিত্ররূপিণী ।
অযুত আলোকে ঝলসিছ নীল গগনে ,
আকুল পুলকে উলসিছ ফুলকাননে ,
দ্যুলোকে ভূলোকে বিলসিছ চলচরণে 
        তুমি চঞ্চলগামিনী ।
মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে ,
অলকগন্ধ উড়িছে মন্দ বাতাসে ,
মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে 
         কত মঞ্জুল রাগিণী ।

Sohojatri - সহযাত্রী - Poems of Rabindranath Tagore

কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি 
          যাব                  অকারণে ভেসে কেবল ভেসে ,
ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী 
         কোথায়             যেতেছি কোন দেশে সে কোন দেশে ।
                   কুলহারা সেই সমুদ্র -মাঝখানে 
                   শোনাব গান একলা তোমার কানে ,
                   ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা 
        আমার               সেই রাগিনী শুনবে নীরব হেসে ।।

Swopne - স্বপ্নে - (Geetanjali) Poems of Rabindranath Tagore

 সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে 
অরুণবরন পারিজাত লয়ে হাতে ।
নিদ্রিত পুরী , পথিক ছিল না পথে,
এক চলি গেলে তোমার সোনার রথে -
বারেক থামিয়া, মোর বাতায়নপানে 
       চেয়েছিলে তবে করুন নয়নপাতে ।।

Aruproton - অরূপরতন - Poems of Rabindranath Tagore

          রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি ;
          ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ন তরী ।
সময় যেন হয় রে এবার                 ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার ,
          সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি ।
যে গান কানে যায় না শোনা           সে গান যেথায় নিত্য বাজে 
          প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা-মাঝে ।

Belashese - বেলাশেষে - Poems of Rabindranath Tagore

 আর     নাই রে বেলা , নামল ছায়া    ধরণীতে 
এখন     চল রে ঘাটে কলসখানি        ভরে নিতে ।
জলধারার কলস্বরে       সন্ধ্যাগগন আকুল করে -
ওরে      ডাকে আমার পথের পরে       সেই ধ্বনিতে ।।
এখন    বিজন পথে করে না কেউ       আসা-যাওয়া ,
ওরে,     প্রেম-নদীতে উঠেছে ঢেউ -          উতল হাওয়া ।
জানি নে আর ফিরবো কি না ,          কার সাথে আজ হবে চিনা -
ঘটে      সেই অজানা বজায় বীণা       তরণীতে ।
চল রে ঘাটে কলসখানি             ভরে নিতে ।।

[১৩ ভাদ্র , ১৩১৬]

Asharsondhya - আষাঢ়সন্ধ্যা - (Geetanjali) - Poems of Rabindranath Tagore

আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এলো, গেলো  বয়ে 
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ।
একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন-মনে -
সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে ।।
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল -
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল ।
আঁধার রাতে প্রহরগুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি -
কোন ভুলে আজ সকল ভুলি    আছি আকুল হয়ে -
বাঁধন - হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ।। 

[২ আষাঢ় ১৩১৬ ]

Atmotran - আত্মত্রান - Poems of Rabindranath Tagore

বিপদে  মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা -
          বিপদে আমি  না যেন করি ভয় ।
দুঃখতাপে - ব্যথিত চিতে নাই বা দিলে স্বান্তনা ,
          দুঃখে যেন করিতে পারি জয় ।
সহায় মোর না যদি জুটে    নিজের বল না যেন টুটে -
সংসারেতে ঘটিলে ক্ষতি,   লভিলে শুধু বঞ্চনা ,
          নিজের মনে না মানি যেন ক্ষয় ।।

Jonmo o Moron - জন্ম ও মরণ - Poems of Rabindranath Tagore

সে তো সেদিনের কথা বাক্যহীন যবে 
এসেছিনু প্রবাসীর মতো এই ভবে 
বিনা কোনো পরিচয় , রিক্ত শূন্য হাতে ,
একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে ।
আজ সেথা কি করিয়া মানুষের প্রীতি 
কণ্ঠ হতে টানি লয় যত মোর গীতি ।
এ ভুবনে মোর চিত্তে অতি অল্প স্থান 
নিয়েছে ভুবননাথ ! সমস্ত এ প্রাণ 
সংসারে করেছ পূর্ণ । পদপ্রান্তে তব 
প্রত্যহ যে ছন্দে-বাঁধা গীত নব নব 

Nobo besh (Utsorgo kabyo) - নব বেশ - Poems of Rabindranath Tagore

সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি, মোর সভাতে ? 
হাতে ছিল তব বাঁশি , অধরে অবাক হাঁসি ,
সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে ।
সে কি তুমি ওগো , তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে -
                   নবযৌবনসভাতে ?।

সেদিন আমার যত ছিল সব কাজ তুমি ভুলালে ।
খেলিলে সে কোন খেলা ,      কোথা কেটে গেলো বেলা ,

Probasi - প্রবাসী - Poem by Rabindranath Tagore

সব ঠাঁই মোর ঘর আছে , আমি সেই ঘর মরি খুঁজিয়া। 
দেশে দেশে মোর দেশ আছে , আমি সেই দেশ লব যুঝিয়া। 
পরবাসী আমি যে দুয়ারে চাই -
তারি মাঝে মোর আছে যেন ঠাঁই ,
কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই সন্ধান লব বুঝিয়া ।  
ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া ।।