একটি নমস্কার প্রভু একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে ।
ঘনশ্রাবণের মতো রসের ভরে নম্র নত
একটি নমস্কারে, প্রভু , একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক তব ভবন-দ্বারে ।।
ঘনশ্রাবণের মতো রসের ভরে নম্র নত
একটি নমস্কারে, প্রভু , একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক তব ভবন-দ্বারে ।।