একটি নমস্কার প্রভু একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে ।
ঘনশ্রাবণের মতো রসের ভরে নম্র নত
একটি নমস্কারে, প্রভু , একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক তব ভবন-দ্বারে ।।
ঘনশ্রাবণের মতো রসের ভরে নম্র নত
একটি নমস্কারে, প্রভু , একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক তব ভবন-দ্বারে ।।
নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে ।।
হংস যেমন মানসযাত্রী তেমনি সারা দিবস রাত্রি
একটি নমস্কারে, প্রভু, একটি নমস্কারে
সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে ।।
[২৩ শ্রাবন ১৩১৭ ]
No comments:
Post a Comment