Abol Tabol - আবোল তাবোল - Poems of Sukumar Ray

আয়রে ভোলা খেয়াল খোলা 
স্বপন দোলা নাচিয়ে আয় 
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয় 
আয় যেখানে ক্ষেপার গানে নেইকো সুর 
আয়রে যেথায় উধাও হাওয়ায় 
মন ভেসে যায় কোন সুদূর 
আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন 
জাগিয়ে নাচন তাধিন ধিন 
যায় বেয়ারা সৃষ্টিছাড়া 
নিয়মছাড়া হিসাবহীন 
আজগুবি চাল বেঠিক বেতাল 
মাতবি মাতাল রঙ্গেতে 
আয়রে তবে ভুলের ভাবে 
অসম্ভবের ছন্দেতে ।। 

No comments:

Post a Comment