জীবনে যত পূজা হল না সারা ,
জানি হে, জানি তাও হয় নি হারা ।
যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে ,
যে নদী মরুপথে হারালো ধারা,
জানি হে, জানি তাও হয় নি হারা ।।
জানি হে, জানি তাও হয় নি হারা ।
যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে ,
যে নদী মরুপথে হারালো ধারা,
জানি হে, জানি তাও হয় নি হারা ।।
জীবনে আজ যাহা রয়েছে পিছে,
জানি হে , জানি তাও হয় নি মিছে ।
আমার অনাগত আমার অনাহত
তোমার বীনাতারে বাজিছে তারা -
জানি হে, জানি তও হয় নি হারা ।।
[২৩ শ্রাবন ১৩১৭ ]
No comments:
Post a Comment