আর নাই রে বেলা , নামল ছায়া ধরণীতে
এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ।
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে -
ওরে ডাকে আমার পথের পরে সেই ধ্বনিতে ।।
এখন বিজন পথে করে না কেউ আসা-যাওয়া ,
ওরে, প্রেম-নদীতে উঠেছে ঢেউ - উতল হাওয়া ।
জানি নে আর ফিরবো কি না , কার সাথে আজ হবে চিনা -
ঘটে সেই অজানা বজায় বীণা তরণীতে ।
চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ।।
এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ।
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে -
ওরে ডাকে আমার পথের পরে সেই ধ্বনিতে ।।
এখন বিজন পথে করে না কেউ আসা-যাওয়া ,
ওরে, প্রেম-নদীতে উঠেছে ঢেউ - উতল হাওয়া ।
জানি নে আর ফিরবো কি না , কার সাথে আজ হবে চিনা -
ঘটে সেই অজানা বজায় বীণা তরণীতে ।
চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ।।
[১৩ ভাদ্র , ১৩১৬]
No comments:
Post a Comment