Haat Gonona - হাত গণনা - Poems by Sukumar Ray

 ও পাড়ার নন্দগোসাঁই , আমাদের নন্দ খুড়ো ,
স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ।
ছিল না তার অসুখবিসুখ , ছিল সে মনের সুখে,
দেখা যেত সদাই তারে হুঁকোহাতে হাস্যমুখে ।
হঠাৎ কি তার খেয়াল হল ,
                             চলল সে তার হাত দেখাতে 
ফিরে এলো শুকনো সরু, ঠকাঠক কাঁপছে দাঁতে !
শুধালে সে কয়না কথা, আকাশেতে রয় সে চেয়ে,
মাঝে মাঝে শিউরে ওঠে, পড়ে জল চক্ষু বেয়ে ।

Ramgarurer chana - রামগরুড়ের ছানা - Poems of Sukumar Ray

রামগরুড়ের ছানা          হাসতে তাদের মানা 
           হাসির কথা শুনলে বলে
             ''হাসব না না না না !''
সদাই মরে ত্রাসে -          ওই বুঝি কেউ হাসে 
         এক চোখে তাই মিটমিটিয়ে 
            তাকায় আসে পাশে ।
ঘুম নেই তার চোখে        আপনি ব'কে ব'কে 
        আপনারে কয় , হাসিস যদি 
           মারবো কিন্তু তোকে !'

Nera beltolay kobar jay - poems of Sukumar Ray

রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা -
ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না ।
গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা ;
রাজা বলে , ''বৃষ্টি নামা - নইলে কিচ্ছু মিলছে না ।''
থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'সে চুপটি ক'রে ,
হাঁড়িপানা মুখটি ক'রে আঁকড়ে ধরে শ্লেটটুকু ;
হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ।

Noboborsho - নববর্ষ - Poems by Subhro

ঘুমিয়ে পড়েছে অফিস 
শান্ত কাজের কোলাহল,
জেগে উঠেছে নতুন শহর এক 
আর তরল এলকোহল ।

নতুন বছরের আপ্যায়নে 
রাতের শহর মগ্ন,
কারো ভালোবাসা কারো অভিমান 
হোটেলের রুমে নগ্ন ।