ঘুমিয়ে পড়েছে অফিস
শান্ত কাজের কোলাহল,
জেগে উঠেছে নতুন শহর এক
শান্ত কাজের কোলাহল,
জেগে উঠেছে নতুন শহর এক
আর তরল এলকোহল ।
নতুন বছরের আপ্যায়নে
রাতের শহর মগ্ন,
কারো ভালোবাসা কারো অভিমান
এলোমেলো চাকায়
ভেসে যায় কিছু যুগ্ম হৃদয়,
কঠোর মুখোশের নীচে
বৃথা বাক্যের অপব্যয় ।
পৌষের রাত্রির ফুটপাথ
নিবে যাওয়া বিড়ি আর মরা ঘাস,
কিছু বোবা প্রাণীর সাথে
কম্বলে মোড়া জ্যান্ত লাশ ।
আলোর ঝালর নতুন আসর
জীবন্ত প্রেতাত্মার,
ধোয়ার আড়ালে স্বার্থের দাবী
শারীরিক অধিকার ।
বাইরে পৃথিবী উষ্ণ অধরে
বিলায় চরম প্রীতি,
আমার থালায় ঠান্ডা খাবার
শীতল দেহের স্মৃতি ।
~ শুভ্র
No comments:
Post a Comment