রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা -
ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না ।
ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না ।
গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা ;
রাজা বলে , ''বৃষ্টি নামা - নইলে কিচ্ছু মিলছে না ।''
থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'সে চুপটি ক'রে ,
হাঁড়িপানা মুখটি ক'রে আঁকড়ে ধরে শ্লেটটুকু ;
ঝাঁঝা রোদে আকাশ জুড়ে , মাথাটার ঝাঁঝরা ফুড়ে,
মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝান ;
ঠাঠা পড়া দুপুর দিনে, রাজা বলে, 'আর বাঁচিনে ,
ছুটে আন বরফ কিনে - ক'চ্ছে কেমন গা ছন ছন।''
সবে বলে , ''হায় কি হল ! রাজা বুঝি ভেবেই মোলো !
ওগো রাজা মুখটি খোলো - কওনা ইহার কারণ কি ?''
রাঙ্গামুখ পানসে যেন তেলেভাজা আমসি হেন ,
রাজা এতো ঘামছে কেন - শুনতে মোদের বারণ কি ?''
রাজা বলে , ' কেইবা শোনে যে কথাটা ঘুরছে মনে ,
মগজের নানান কোনে - আনছি টেনে বাইরে তায় ,
সে কথাটা বলছি শোনো , যতই ভাব যতই গোন ,
নাহি তার জবাব কোনো কুলকিনারা নাইকো হায় !
লেখা আছে পুঁথির পাতে , 'নেড়া যায় বেলতলাতে ,'
নাহি কোনো সন্দ তাতে - কিন্তু প্রশ্ন কবার যায় ?'
একথাটা এদ্দিনেও পারেনিকো বুঝতে কেও ,
লেখেনিকো পুস্তকেও , দিচ্ছে না কেও জবাব তায় ।
লাখোবার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কিসে ?
ভেবে তাই পাইনে দিশে নাই কি কিচ্ছু উপায় তার ?''
No comments:
Post a Comment