শ্রাবণে - Shrabone - Poems of Sukumar Ray

জল ঝরে, জল ঝরে, সারাদিন সারারাত - 
অফুরান নামতায় বাদলের ধারাপাত 
আকাশের মুখঢাকা, ধোয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার ।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায় ,
নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।
উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের 
শেষনাই , শেষ নাই, বরষার প্লাবনের ।
জলে জলে জলময়, দশদিক টলমল ,
অবিরাম একই গান - ঢালো জল ঢালো  জল 
ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের,
ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের ।
শুধু যেনো বাজে কোথা নিঃঝুম ধুক ধুক ,
ধরণীর আশাভয়, ধরণীর সুখদুঃখ ।।


No comments:

Post a Comment