শিশুর দেহ -Shishur deho - Poems of Sukumar Ray


চশমা-আটা পন্ডিতে কয়, শিশুর দেহ দেখে -
'হাড়ের পরে মাংস গেঁথে , চামড়া দিয়ে ঢেকে,
শিরার  মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু,
বাধলো দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু ।'
কবি বলেন, 'শিশুর মুখে হেরি তরুণ রবি,
উৎসারিত আনন্দে তার জাগে জগৎ ছবি,
হাসিতে তার চাঁদের আলো, পাখির কলকল ,
অশ্রুকণা ফুলের দলে শিশির ঢলঢল ।'
মা বলেন, ' এই দুরু দুরু মোর বুকেরই বাণী,
তারই গভীর ছন্দে গোড়া শিশুর দেহখানি ।
শিশুর প্রাণে চঞ্চলতা আমার অশ্রু হাসি ,
আমার মাঝে লুকিয়ে ছিল এই আনন্দরাশি ,
গোপনে কোন স্বপ্নে চিলচিলো অজানা কোন আশা ,
শিশুর দেহে মূর্তি নিল আমার ভালোবাসা ।'

No comments:

Post a Comment