চশমা-আটা পন্ডিতে কয়, শিশুর দেহ দেখে -
'হাড়ের পরে মাংস গেঁথে , চামড়া দিয়ে ঢেকে,
শিরার মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু,
বাধলো দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু ।'
কবি বলেন, 'শিশুর মুখে হেরি তরুণ রবি,
হাসিতে তার চাঁদের আলো, পাখির কলকল ,
অশ্রুকণা ফুলের দলে শিশির ঢলঢল ।'
মা বলেন, ' এই দুরু দুরু মোর বুকেরই বাণী,
তারই গভীর ছন্দে গোড়া শিশুর দেহখানি ।
শিশুর প্রাণে চঞ্চলতা আমার অশ্রু হাসি ,
আমার মাঝে লুকিয়ে ছিল এই আনন্দরাশি ,
গোপনে কোন স্বপ্নে চিলচিলো অজানা কোন আশা ,
শিশুর দেহে মূর্তি নিল আমার ভালোবাসা ।'
No comments:
Post a Comment