Sompadoker dosha - সম্পাদকের দশা - Poem by Sukumar Ray


সম্পাদকীয় -
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা ।
পোঁটলা পুঁটুলি বাঁধি হইলেন দেশছাড়া ।।
অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে ।
জানে তাহা ভুক্তভুগী অপরে বুঝিবে কিসে ?
লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি ।
বেচারি ভাবিল মনে - বিদেশে লুকায়ে থাকি ।।
এদিকে তো ক্রমে ক্রমে বৎসরেক হলো শেষ ।
'নোটিস' পড়িল কত সম্পাদক 'নিরুদ্দেশ' ।।
লেখক পাঠকদল রুষিয়া কহিল তবে ।
জ্যান্ত হোক মৃত হোক ব্যাটারে ধরিতে হবে ।।
বাহির হইল সবে শব্দ করি 'মার মার' ।
- দৈবের লিখন, হায়, খন্ডাইতে সাধ্য কার ।।
একদা কেমনে জানি সম্পাদক মহাশয় ।
পড়িলেন ধরা  - আহা দূরদৃষ্ট অতিশয় ।।
তার পর কি ঘটিল কি করিল সম্পাদক ।
সে-সকল বিবরণে নাহি তত আবশ্যক ।।
মোট কথা হতভাগ্য সম্পাদক অবশেষে ।
বসিলেন আপনার প্রাচীন গদিতে এসে ।।
(অর্থাৎ লেখকদল লাঠ্যৌষধি শাসনেতে ।
বসায়েছে তারে পুনঃ সম্পাদকী আসনেতে ।।)
ঘুচে গেছে বেচারীর ক্ষণিক সে শান্তি সুখ ।
লেখকের তারা খেয়ে সদা তার শুষ্কমুখ ।।
দিস্তা দিস্তা গদ্য পদ্য দর্শন সাহিত্য প'ড়ে ।
পুনরায় বেচারীর নিত্যি নিত্যি মাথা ধরে ।।
লোলচর্ম অস্থিসার জীর্ণ বেশ রুক্ষ কেশ ।
মুহূর্ত সোয়াস্তি নাই - লাঞ্ছনার নাহি শেষ ।।


No comments:

Post a Comment