Fajiler Dictionary - ফাজিলের ডিকশনারি - Poem by Sukumar Ray

সব যেন ধোঁয়া ধোঁয়া ছায়া-ঢাকা ধুলোতে ,
চোখ কান খিল দেওয়া গিজ্  গিজ্ তুলোতে !
বহে নাকো  নিঃস্বাস চলে নাকো রক্ত -
স্বপ্ন না জেগে দেখা ,  বোঝা ভারি শক্ত !  
মন বলে , ''ওরে ওরে আক্কেল মন্ত,
কানদুটো খুলে দিয়ে এইবেলা শোনতো ।''
ঠাস্ ঠাস্ দ্রুম্ দ্রাম্ , শুনে লাগে খটকা , -
ফুল ফোটে ? তাই বল !  আমি ভাবি পটকা !
শাই শাই শন শন ভয়ে কান বন্ধ -
ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ ?
হুড়মুড় ধুপধাপ ওকি শুনি ভাই রে !
দেখছো না হিম পড়ে - যেয়ো নাক বাইরে ।
চুপচুপ ওই শোন ! ঝুপঝাপ ঝপা-স্ !
চাঁদ বুঝি ডুবে গেল গব্ গব্ গবা-স !
খ্যাস খ্যাস , ঘ্যাচ ঘ্যাচ , রাত কাটে ঐ রে !
দুরদার চুরমার - ঘুম ভাঙে কৈ রে !
ঘর্ঘর ভন্ ভন্ ঘোরে কত চিন্তা !
কত মন নাচে শোন - ধেই ধেই ধিনতা !
ঠুং ঠাং ঢং ঢং কত ব্যাথা বাজে রে ?
ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে !
হয় হয় মার্ মার্ , 'বাপ্ বাপ্ চিৎকার, 
মালকোচা মারে বুঝি ? সরে পড় এইবার !


No comments:

Post a Comment