Bishom kando - বিষম কান্ড - Poem by Sukumar Ray

কর্তা চলেন, গিন্নি চলেন, খোকাও চলেন সাথে , 
তড়বড়িয়ে, বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে 
তেড়ে হনহন চলে তিনজন  যেন পল্টন চলে 
সিঁড়ি উঠতেই , একি কান্ড ! এ আবার কি বলে
ল্যাজ লম্বা, কান গোল গোল, তিড়িং-বিড়িং ছোটে ,
চোখ মিটমিট , কাটুস-কুটুস - এটি কোন জন বটে !
হেই হুশ হাশ ! ওরে বাস রে, মতলবখানা কিরে ?
করলে তাড়া যায় না তবু , দেখছে আবার ফিরে !
ভাবছে বুড়ো, করবো গুঁড়ো ছাতার বাড়ি মেরে ,
আবার ভাবে  ফসকে গেলে কামড়ে দেবে তেড়ে ।
আরে বাপরে ! বসল দেখো দুই পায়ে ভর করে ,
বুক দূর দূর বুড়ো ভল্লুর , মোমবাতি যায় পড়ে ।
ভীষণ ভয়ে দাঁতকপাটি , তিন মহাবীর কাঁপে ,
গড়িয়ে নাম হুড়মুড়িয়ে সিঁড়ির ধাপে ধাপে ।



No comments:

Post a Comment