পরিবেষন - Poribeshon - Poem by Sukumar Ray

'পরি'পূর্বক 'বিষ'ধাতু তাহে 'অনট' বসে 
তবে ঘটায় পরিবেষন লেখে অমরকোষে ।
অর্থাৎ ভোজের ভান্ড হাতে লয়ে মেলা 
ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা ।
এই দিকে এস তবে লয়ে ভোজ ভান্ড 
সমুখে চাহিয়া দেখ কি ভীষণ কান্ড !
কেহ কহে 'দৈ  আন' কেহ হাকে  'লুচি'
কেহ কাঁদে শূন্য মুখে পাতখানি মুছি ।
হোথা দেখি দুই প্রভু পাত্র লয়ে হাতে 
হাতাহাতি গুঁতোগুঁতি দ্বন্দরণে মাতে ।
কেবা শোনে কার কথা সকলেই কর্তা 
অনাহারে কতধারে হল প্রাণ হত্যা ।
কোনোপ্রভু হস্তীদেহ ভুঁড়িখানা ভারি 
উর্দ্ধ হতে থপ করি খাদ্য দেন ছাড়ি ।
কোনো চাচা অন্ধপ্রায় ('মাইনাস' কুড়ি )
ছড়ায় ছোলার ডাল পথঘাট জুড়ি ।
মাতব্বর যায় দেখ মুদি চক্ষু দুটি 
'কারো কিছু চাই' বলি তড়বর ছুটি ।
বীরোচিত ধীর পদে এস দেখি ত্রস্তে 
ওই দিকে খালি পাত, চলো হাড়ি হস্তে ।
তবে দেখ, খাদ্য দিতে অতিথির থালে 
দৈবাৎ না ঢোকে কভু যেন নিজ গালে ।
ছুটোনাকো ওরকম মিছে খালি হাতে 
দিও না মাছের মুড়ো নিরামিষ পাতে ।
অযথা আক্রোশে কিংবা অন্যায় আদরে 
ঢেলে না অম্বলকার নতুন চাদরে ।
বোকাবৎ দন্তপাটি করিয়া বাহির 
কোরোনাকো অকারণ কৃতিত্ব জাহির ।



No comments:

Post a Comment