ভীষ্ম -Bheesmo - Poems of Sukumar Ray

কুরুকূলে পিতামহ ভীষ্মমহাশয় 
ভুবন বিজয়ী বীর শুন পরিচয় -
শান্তনু রাজার পুত্র নাম সত্যব্রত 
জগতে সার্থক নাম সত্যে অনুরত ।
স্বয়ং জননী গঙ্গা ব দিলা তাঁরে 
নিজ ইচ্ছা বিনা বীর না মরে সংসারে ।
বুদ্ধিভ্রংশ ঘটে হায় শান্তনু রাজার 
বিবাহের লাগি বুড়া করে আবদার 
মৎস রাজকন্যা আছে নাম সত্যবতী 
টরে লাগি শান্তনুর লুপ্ত হল মতি ।
মৎসরাজ কহে, রাজা , কর অবধান -
'কিসের আশায় কহ করি কন্যাদান ?
'সত্যব্রত জ্যেষ্ঠ সেই রাজ্য অধিকারী,
'আমার নাতিরা হবে তার আজ্ঞাকারী,
'রাজমাতা কভু নাহি হবে সত্যবতী,
'তেই এ বিবাহ-কথা অনুচিত অতি ।'
ভগ্ন মনে হস্তিনায় ফিরিল শান্তনু 
অনাহারে অনিদ্রায় জীর্ন তার তনু ।
মন্ত্রীমুখে সত্যব্রত ঘুনি সব কথা 
মৎস্যরাজপুরে গিয়া কহিল বারতা -
'রাজ্যে মম সাধ নাহি, করি অঙ্গীকার 
'জন্মিলে তোমার নাতি রাজ্য হবে তার 
রাজা কহে, সাধু তুমি সত্য তবে বাণী,
তোমার সন্তান হতে তবু ভয় মানি ।
'কে জানে ভবিষ্যকথা দৈবগতিধারা -
'প্রতিবাদী হয় যদি রাজ্যলাভে তারা ?'
সত্যব্রত কহে, 'শুন প্রতিজ্ঞা আমার,
'বংশ না রহিবে মম পৃথিবী মাঝার ।
সাক্ষী রহ চন্দ্র সূর্য লোকে লোকান্তরে 
'এই জন্মে সত্যব্রত বিবাহ না করে ।'
শুনিয়া অদ্ভুত বাণী ধন্য কহে লোকে 
স্বর্গ হতে পুষ্পধারা ঝরিল পলকে ।
সেই হতে সত্যব্রত খ্যাত চরাচরে 
ভীষণ প্রতিজ্ঞাবলে ভীষ্ম নাম ধরে ।
ঘুচিল সকল ব্যথা, আনন্দিত চিতে 
সত্যবতী রাণী হয় হস্তিনাপুরীতে ।
ক্রমে হলে বর্ষ গত শান্তনুর ঘরে 
জন্ম নিল নব শিশু, সবে সমাদরে ।
রাখিল বিচিত্রবীর্য নামটি তাহার 
শান্তনু মরিল তারে দিয়া রাজ্যভার ।
অকালে বিচিত্রবীর্য মুদিলেন আঁখি 
পান্ডু আর ধৃতরাষ্ট্র দুই পুত্র রাখি ।।

No comments:

Post a Comment