Ondho meye -অন্ধ মেয়ে - Poems of Sukumar Ray

গভীর কালো মেঘের পরে রঙিন ধনু বাঁকা ,
রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা !
সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি ,
রঙিন বেশে, রঙিন ফুলে রঙিন প্রজাপতি !

অন্ধ মেয়ে দেখছে না তা - নাই-বা যদি দেখে -
শীতল মিঠা বাদল হাওয়া যায় যে তারে ডেকে !
শুনছে সে যে পাখির ডাকে হরষ  কোলাকুলি ,
মিষ্টি ঘাসের গন্ধে তারও প্রাণ গিয়েছে ভুলি !

দুঃখ -সুখের ছন্দে ভরা জগৎ তারও আছে ,
তারও আঁধার জগৎখানি মধুর তারই কাছে ।।

No comments:

Post a Comment