আমরা ভালো লক্ষী সবাই তোমরা ভারী বিশ্রী
তোমরা খাবে নিমের পাচন , আমরা খাবো মিশ্রী
আমরা পাবো খেলনা পুতুল, আমরা পাবো চমচম
তোমরা তো তা পাচ্ছ না কেও পেলেও পাবে কম কম
আমরা শোব খাট পালেঙে মায়ের কাছে ঘেষটে
তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে
আমরা যাবো জামতাড়াতে চড়ব ট্রেইনে,
চেঁচাও যদি ''সঙ্গে না যা '' বলব ''কলা এই নে '!
আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মচমচ ,
তোমরা হাদা নোংরা ছিছি হ্যাংলা নাকে ফচফচ ।
আমরা পড়ি রেশমি জরি , আমরা পড়ি গয়না ,
তোমরা সেসব পাওনা বলে তাও তোমাদের সয়না ।
আমরা হব ল্যাটমেজাজী, তোমরা হবে কিপ্টে
চাইবে যদি কিচ্ছু তখন ধরবো গলা চিপটে ।
তোমরা খাবে নিমের পাচন , আমরা খাবো মিশ্রী
আমরা পাবো খেলনা পুতুল, আমরা পাবো চমচম
তোমরা তো তা পাচ্ছ না কেও পেলেও পাবে কম কম
আমরা শোব খাট পালেঙে মায়ের কাছে ঘেষটে
তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে
আমরা যাবো জামতাড়াতে চড়ব ট্রেইনে,
চেঁচাও যদি ''সঙ্গে না যা '' বলব ''কলা এই নে '!
আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মচমচ ,
তোমরা হাদা নোংরা ছিছি হ্যাংলা নাকে ফচফচ ।
আমরা পড়ি রেশমি জরি , আমরা পড়ি গয়না ,
তোমরা সেসব পাওনা বলে তাও তোমাদের সয়না ।
আমরা হব ল্যাটমেজাজী, তোমরা হবে কিপ্টে
চাইবে যদি কিচ্ছু তখন ধরবো গলা চিপটে ।
No comments:
Post a Comment