কথা কও , কথা কও ,
অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেয়ে রও ?
কথা কও , কথা কও ।
যুগযুগান্ত ঢালে তার কথা তোমার সাগরতলে ,
কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে ।
যেথা এসে তার স্রোত নাহি আর ,
কলকল ভাষ নীরব তাহার -
তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি টরে কোথা যে লও ?
হে অতীত, তুমি হৃদয়ে আমার কথা কও , কথা কও ।।
অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেয়ে রও ?
কথা কও , কথা কও ।
যুগযুগান্ত ঢালে তার কথা তোমার সাগরতলে ,
কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে ।
যেথা এসে তার স্রোত নাহি আর ,
কলকল ভাষ নীরব তাহার -
তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি টরে কোথা যে লও ?
হে অতীত, তুমি হৃদয়ে আমার কথা কও , কথা কও ।।