আবর্তন - Aborton - Poems of Rabindranath Tagore

ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে ,
গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে। 
সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে ,
ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে ।
ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ ,
রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া 
অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ ,
সীমা চায় হতে অসীমের মাঝে হারা ।
প্রলয়ে সৃজনে না জানি এ কার যুক্তি ,
ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা -
বন্ধ ফিরিছে খুঁজিয়া আপন মুক্তি ,
মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা ।।

No comments:

Post a Comment