মোর কিছু ধন আছে সংসারে
বাকি সব ধন স্বপনে, নিভৃত
স্বপনে ।
ওগো, কোথা মোর আসার অতীত !
বাকি সব ধন স্বপনে, নিভৃত
স্বপনে ।
ওগো, কোথা মোর আসার অতীত !
ওগো, কোথা তুমি পরশচকিত !
কোথা গো স্বপন বিহারী !
তুমি এসো এসো গভীর গোপনে ,
এসো গো নিবিড় নীরব চরণে
বসনে প্রদীপ নিবারি এসো গো
কোথা গো স্বপন বিহারী !
তুমি এসো এসো গভীর গোপনে ,
এসো গো নিবিড় নীরব চরণে
বসনে প্রদীপ নিবারি এসো গো
গোপনে ।
মোর কিছু ধন আছে সংসারে
বাকি সব ধন স্বপনে, নিভৃত
স্বপনে ।।
রাজপথ দিয়ে আসিয়ো না তুমি ,
পথ ভরিয়াছে আলোকে , প্রখর
আলোকে ।
সবার অজানা , হে মোর বিদেশী ,
তোমারে না যেন দেখে প্রতিবেশী ,
হে মোর স্বপনবিহারী।
তোমারে চিনিব প্রাণের পুলকে ,
চিনিব সজল আঁখির পলকে ,
চিনিব বিরলে নেহারি পরম
পুলকে ।
এসো প্রদোষের ছায়াতল দিয়ে
এসো না পথের আলোকে, প্রখর
মোর কিছু ধন আছে সংসারে
বাকি সব ধন স্বপনে, নিভৃত
স্বপনে ।।
রাজপথ দিয়ে আসিয়ো না তুমি ,
পথ ভরিয়াছে আলোকে , প্রখর
আলোকে ।
সবার অজানা , হে মোর বিদেশী ,
তোমারে না যেন দেখে প্রতিবেশী ,
হে মোর স্বপনবিহারী।
তোমারে চিনিব প্রাণের পুলকে ,
চিনিব সজল আঁখির পলকে ,
চিনিব বিরলে নেহারি পরম
পুলকে ।
এসো প্রদোষের ছায়াতল দিয়ে
এসো না পথের আলোকে, প্রখর
আলোকে ।।
No comments:
Post a Comment