ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাকে পড়ে ।
রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে !
অন্ধকারে লুকিয়ে আপন মনে
কাহারে তুই পুঁজিস সংগোপনে ,
নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে - দেবতা নাই ঘরে ।।
এই ভারতের মহামানবের সাগরতীরে।
হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নর দেবতারে
উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে
ধ্যানগম্ভীর এই যে ভূধর , নদী-জপমালা-ধৃত প্রান্তর,
হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীর
এই ভারতের মহামানবের সাগরতীরে ।।