Kane khato Bongshidhor - কানে খাটো বংশীধর - Poem by Sukumar Ray

কানে খাটো বংশীধর যায় মামাবাড়ি,
গুনগুন গান গায় আর নাড়ে দাড়ি।।
চলেছে সে একমনে ভাবে ভরপুর,
সহসা বাজিল কানে সুমধুর সুর।।
বংশীধর বলে, 'আহা, না জানি কি পাখি
সুদুরে মধুর গায় আড়ালেতে থাকি।।
দেখ, দেখ সুরে তার কত বাহাদুরি,
কালোয়াতি গলা যেন খেলে কারিকুরি।।'

Kajer lok - কাজের লোক - Poem by Sukumar Ray

                     প্রথম।
বাঃ - আমার নাম 'বাঃ',
বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা!
লেখাপড়ার ধার ধারিনে , বছর ভরে ছুটি,
হেসে খেলে আরাম ক'রে দুশো মজা লুটি।
কারে কবে কেয়ার করি , কিসের করি ডর?
কাজের নামে কম্প দিয়ে গায়ে আসে জ্বর।
গাধার মতন খাটিস্ তোরা মুখটা করে চুন-
আহাম্মুকি কান্ড দেখে হেসেই আমি খুন।

Kanakhora songbad - কানাখোঁড়া সংবাদ - Poem by Sukumar Ray

পুরাতন কালে ছিল দুই রাজা,
          নাম ধাম নাহি জানা,
একজন তার খোড়া অতিশয়,
          অপর ভূপতি কানা।
মন ছিল খোলা, অতি আলো ভোলা
          ধরমেতে ছিল মতি,
পর ধনে সদা ছিল দোঁহাকার
          বিরাগ বিকট অতি।

Khai Khai - খাই খাই - Poem by Sukumar Ray

খাই খাই করো কেন, এসো বসো আহারে—
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,
জড় করে আনি সব— থাক সেই আশাতে।
ডাল ভাত তরকারি ফল-মূল শস্য,
আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,
রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,
ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি,

Haat Gonona - হাত গণনা - Poems by Sukumar Ray

 ও পাড়ার নন্দগোসাঁই , আমাদের নন্দ খুড়ো ,
স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ।
ছিল না তার অসুখবিসুখ , ছিল সে মনের সুখে,
দেখা যেত সদাই তারে হুঁকোহাতে হাস্যমুখে ।
হঠাৎ কি তার খেয়াল হল ,
                             চলল সে তার হাত দেখাতে 
ফিরে এলো শুকনো সরু, ঠকাঠক কাঁপছে দাঁতে !
শুধালে সে কয়না কথা, আকাশেতে রয় সে চেয়ে,
মাঝে মাঝে শিউরে ওঠে, পড়ে জল চক্ষু বেয়ে ।

Ramgarurer chana - রামগরুড়ের ছানা - Poems of Sukumar Ray

রামগরুড়ের ছানা          হাসতে তাদের মানা 
           হাসির কথা শুনলে বলে
             ''হাসব না না না না !''
সদাই মরে ত্রাসে -          ওই বুঝি কেউ হাসে 
         এক চোখে তাই মিটমিটিয়ে 
            তাকায় আসে পাশে ।
ঘুম নেই তার চোখে        আপনি ব'কে ব'কে 
        আপনারে কয় , হাসিস যদি 
           মারবো কিন্তু তোকে !'

Nera beltolay kobar jay - poems of Sukumar Ray

রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা -
ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না ।
গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা ;
রাজা বলে , ''বৃষ্টি নামা - নইলে কিচ্ছু মিলছে না ।''
থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'সে চুপটি ক'রে ,
হাঁড়িপানা মুখটি ক'রে আঁকড়ে ধরে শ্লেটটুকু ;
হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ।

Noboborsho - নববর্ষ - Poems by Subhro

ঘুমিয়ে পড়েছে অফিস 
শান্ত কাজের কোলাহল,
জেগে উঠেছে নতুন শহর এক 
আর তরল এলকোহল ।

নতুন বছরের আপ্যায়নে 
রাতের শহর মগ্ন,
কারো ভালোবাসা কারো অভিমান 
হোটেলের রুমে নগ্ন ।