মরণ
মরণ রে ,
তুঁহুঁ মম শ্যামসমান ।
মেঘবরণ তুঝ , মেঘজটাজুট ,
রক্ত কমলকর, রক্ত অধরপুট ,
তাপবিমোচন করুণ কোর তব
মৃত্যু - অমৃত করে দান ।
তুঁহুঁ মম শ্যামসমান ।।
মরণ রে,
শ্যাম তোহারই নাম ।
চির বিসরল যব নিরদয় মাধব
তুঁহুঁ ন ভইবি মোয় বাম ।
আকুল রাধা-রিঝ অতি জরজর,
ঝরই নয়ন-দউ অনুখন ঝরঝর,
তুঁহুঁ মম মাধব , তুহু মম দোসর ,
তুঁহুঁ মম তাপ ঘুচাও ।
মরণ তু আও রে আও ।।
ভুজপাশে তব লহ সম্বোধয়ি ,
আঁখিপাত মঝু আসব মোদয়ি ,
কোর -উপর তুঝ রোদয়ি
নীদ ভরব সব দেহ ।
তুঁহুঁ নহি বিসরিবি, তুঁহুঁ নহি ছোড়বি ,
রাধা-হৃদয় তু কবহুঁ ন তোড়বি,
হিয় হিয় রাখবি অনুদিন অনুখন,
অতুলন তোহার লেহ ।।
দূর সঙে তুঁহুঁ বাঁশি বজাওসি,
অনুখন ডাকসি, অনুখন ডাকসি
'রাধা রাধা রাধা ' ।
দিবস ফুরাওল , অবহুঁ ম যাওব,
বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব ,
কুঞ্জবাট 'পর অবহুঁ ম ধাওব,
সব কিছু টুটাইব বাধা ।
গগন সঘন অব, তিমির মগনভব ,
তড়িৎ চকিত অতি, ঘোর মেঘরব ,
শাল তাল তরু সভয়তবধ সব,
পন্থ বিজন অতি ঘোর ।
একলি যাওব তুঝ অভিসারে ,
যাক পিয়া তুঁহুঁ কি ভয় তাহারে ,
ভয় বাঁধা সব অভয়মূর্তি ধরি
পন্থ দেখায়ব মোর ।
ভানুসিংহ কহে , ছিয়ে ছিয়ে রাধা ,
চঞ্চল হৃদয় তোহারি –
মাধব পহু মম, পিয় স মরণসে
অব তুঁহুঁ দেখ বিচারি ।।
প্রশ্ন
কো তুঁহুঁ বোলবি মোয় ।
হৃদয়মাহ মুঝু জাগসি অনুখন,
আঁখউপর তুঁহুঁ রচলহি আসন –
অরুন নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয় ।।
হৃদয়কামাল তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল –
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয় ।।
বাঁশরীধ্বনি তুহ অমিয়গরল রে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে –
আকুল কাকলি ভুবন ভরল রে –
উতল প্রাণ উতরোয় ।।
হেরি হাসি তব মধুঋতু ধাওল ,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল –
চরণকমলযুগ ছোয় ।।
গোপবধুজন বিকশিতযৌবন ,
পুলকিত যমুনা , মুকুলিত উপবন –
নীলনীর 'পরে ধীর সমীরণ
পলকে প্রাণমন খোয় ।।
তৃষিত আঁখি তব মুখ'পর বিহরই ,
মধুর পরশ তব রাধা শিহরই –
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লৈ
পদতলে আপনা থোয় ।।
কো তুঁহুঁ ক তুঁহুঁ সব জন পুছয়ি
অনুদিন সঘন নয়নজল মুছয়ি –
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি
জনম চরণ 'পর গোয় ।।
মরণ রে ,
তুঁহুঁ মম শ্যামসমান ।
মেঘবরণ তুঝ , মেঘজটাজুট ,
রক্ত কমলকর, রক্ত অধরপুট ,
তাপবিমোচন করুণ কোর তব
মৃত্যু - অমৃত করে দান ।
তুঁহুঁ মম শ্যামসমান ।।
মরণ রে,
শ্যাম তোহারই নাম ।
চির বিসরল যব নিরদয় মাধব
তুঁহুঁ ন ভইবি মোয় বাম ।
আকুল রাধা-রিঝ অতি জরজর,
ঝরই নয়ন-দউ অনুখন ঝরঝর,
তুঁহুঁ মম মাধব , তুহু মম দোসর ,
তুঁহুঁ মম তাপ ঘুচাও ।
মরণ তু আও রে আও ।।
ভুজপাশে তব লহ সম্বোধয়ি ,
আঁখিপাত মঝু আসব মোদয়ি ,
কোর -উপর তুঝ রোদয়ি
নীদ ভরব সব দেহ ।
তুঁহুঁ নহি বিসরিবি, তুঁহুঁ নহি ছোড়বি ,
রাধা-হৃদয় তু কবহুঁ ন তোড়বি,
হিয় হিয় রাখবি অনুদিন অনুখন,
অতুলন তোহার লেহ ।।
দূর সঙে তুঁহুঁ বাঁশি বজাওসি,
অনুখন ডাকসি, অনুখন ডাকসি
'রাধা রাধা রাধা ' ।
দিবস ফুরাওল , অবহুঁ ম যাওব,
বিরহতাপ তব অবহুঁ ঘুচাওব ,
কুঞ্জবাট 'পর অবহুঁ ম ধাওব,
সব কিছু টুটাইব বাধা ।
গগন সঘন অব, তিমির মগনভব ,
তড়িৎ চকিত অতি, ঘোর মেঘরব ,
শাল তাল তরু সভয়তবধ সব,
পন্থ বিজন অতি ঘোর ।
একলি যাওব তুঝ অভিসারে ,
যাক পিয়া তুঁহুঁ কি ভয় তাহারে ,
ভয় বাঁধা সব অভয়মূর্তি ধরি
পন্থ দেখায়ব মোর ।
ভানুসিংহ কহে , ছিয়ে ছিয়ে রাধা ,
চঞ্চল হৃদয় তোহারি –
মাধব পহু মম, পিয় স মরণসে
অব তুঁহুঁ দেখ বিচারি ।।
প্রশ্ন
কো তুঁহুঁ বোলবি মোয় ।
হৃদয়মাহ মুঝু জাগসি অনুখন,
আঁখউপর তুঁহুঁ রচলহি আসন –
অরুন নয়ন তব মরমসঙে মম
নিমিখ ন অন্তর হোয় ।।
হৃদয়কামাল তব চরণে টলমল,
নয়নযুগল মম উছলে ছলছল –
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল
চাহে মিলাইতে তোয় ।।
বাঁশরীধ্বনি তুহ অমিয়গরল রে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে –
আকুল কাকলি ভুবন ভরল রে –
উতল প্রাণ উতরোয় ।।
হেরি হাসি তব মধুঋতু ধাওল ,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল –
চরণকমলযুগ ছোয় ।।
গোপবধুজন বিকশিতযৌবন ,
পুলকিত যমুনা , মুকুলিত উপবন –
নীলনীর 'পরে ধীর সমীরণ
পলকে প্রাণমন খোয় ।।
তৃষিত আঁখি তব মুখ'পর বিহরই ,
মধুর পরশ তব রাধা শিহরই –
প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লৈ
পদতলে আপনা থোয় ।।
কো তুঁহুঁ ক তুঁহুঁ সব জন পুছয়ি
অনুদিন সঘন নয়নজল মুছয়ি –
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি
জনম চরণ 'পর গোয় ।।
No comments:
Post a Comment