খোকা ঘুমায় - Khoka ghumay - Poems of Sukumar Ray

কোনখানে কোন সুদূর দেশে, কোন মায়ের বুকে,
কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনের সুখে ?
অজানা কোন দেশে সেথা কোনখানে তার ঘর ?
কোন সমুদ্র, কত নদী , কত দেশের পর ?
কেমন সুরে কি বলে মা ঘুমপাড়ানি গানে ,
খোকার চোখে নিত্যি সেথা ঘুমটি ডেকে আনে ?

শিশুর দেহ -Shishur deho - Poems of Sukumar Ray


চশমা-আটা পন্ডিতে কয়, শিশুর দেহ দেখে -
'হাড়ের পরে মাংস গেঁথে , চামড়া দিয়ে ঢেকে,
শিরার  মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু,
বাধলো দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু ।'
কবি বলেন, 'শিশুর মুখে হেরি তরুণ রবি,
উৎসারিত আনন্দে তার জাগে জগৎ ছবি,

শ্রাবণে - Shrabone - Poems of Sukumar Ray

জল ঝরে, জল ঝরে, সারাদিন সারারাত - 
অফুরান নামতায় বাদলের ধারাপাত 
আকাশের মুখঢাকা, ধোয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার ।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায় ,
নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।

গ্রীষ্ম - Grishmo - Poems of Sukumar ray

                      এক 

ওই এল বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, 
খাই খাই রবে জেনো ভয়ে কাঁপে বিশ্ব !
চোখে যেন দেখি তার ধূলিমাখা অঙ্গ,
বিকট কুটিলজটে ভ্রুকুটির ভঙ্গ,
রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে,
ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে !
মনে হয় বুঝি তার নিশ্বাসমাত্রে 
তেড়ে আসে পালাজ্বর পৃথিবীর গাত্রে !

বর্ষ গেল, বর্ষ এল - Borsho gelo borsho elo - Poems of Sukumar Ray

বর্ষ গেল, বর্ষ এল, গ্রীষ্ম এলেন বাড়ি,
পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি ।
সত্যিকালের এই পৃথিবী বয়স কেবা জানে,
লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে ।
আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে 
গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালের মেঘে,
শরৎকালের কান্না হাসি হালকা বাদল হাওয়া,