মোর কিছু ধন আছে সংসারে
বাকি সব ধন স্বপনে, নিভৃত
স্বপনে ।
ওগো, কোথা মোর আসার অতীত !
বাকি সব ধন স্বপনে, নিভৃত
স্বপনে ।
ওগো, কোথা মোর আসার অতীত !
ওগো, কোথা তুমি পরশচকিত !
কোথা গো স্বপন বিহারী !
তুমি এসো এসো গভীর গোপনে ,
এসো গো নিবিড় নীরব চরণে
বসনে প্রদীপ নিবারি এসো গো
কোথা গো স্বপন বিহারী !
তুমি এসো এসো গভীর গোপনে ,
এসো গো নিবিড় নীরব চরণে
বসনে প্রদীপ নিবারি এসো গো
গোপনে ।