আবর্তন - Aborton - Poems of Rabindranath Tagore

ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে ,
গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে। 
সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে ,
ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে ।
ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ ,
রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া 
অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ ,

Prosad - প্রসাদ - Poems of Rabindranath Tagore

'হায়        গগন নহিলে তোমাকে ধরিবে কে বা !
              ওগো তপন , তোমার স্বপন দেখি যে , করিতে পারি নে সেবা ।'
              শিশির কহিল কাঁদিয়া -
              'তোমারে রাখি যে বাঁধিয়া ,
              হে রবি , এমন নাহিকো আমার বল ।
              তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল ।'

Consciousness - A beginners perspective

We are conscious beings. How? Because we are able to experience things. Experience comes through properties of things being perceived, If there is no property being perceived there will be no experience of anything. It is through body or the mind that we perceive things. A body without a mind will perceive things but the dimension will not be of that level of a human. For example a worm without a brain can not perceive emotions of a human mind but it would perceive many things for its own survival. It is the specific instruments in human body-mind complex that gives a human unique experience of the world.

Morichika - মরীচিকা - Poems of Rabindranath Tagore

পাগল হইয়া বনে বনে ফিরি আপন গন্ধে মম 
                                             কস্তুরীমৃগসম ।
ফাল্গুনরাতে দক্ষিনবায়ে কোথা দিশা খুঁজে পাই না ।
যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ।।

বক্ষ হইতে বাহির হইয়া আপনা বাসনা মম 
                                             ফায়ার মরীচিকাসম ।
বাহু মেলি তারে বক্ষে লইতে বক্ষে ফিরিয়া পাই না ।
যাহা চাই তাহা ভুল করে চাই , যাহা পাই তাহা চাই না ।।

Chena - চেনা - Poems of Rabindranath Tagore

আপনারে তুমি করিবে গোপন         কি করি ,  
হৃদয় তোমার আঁখির পাতায় থেকে থেকে পড়ে ঠিকরি। 
     আজ আসিয়াছে কৌতুকবেশে 
     মানিকের হার পরি এলো কেশে ,
নয়নের কোণে আধো হাসি হেসে     এসেছ হৃদয়পুলিনে। 
ভুলি নে তোমার বাঁকা কটাক্ষে ,
ভুলি নে চতুর নিঠুর বাক্যে ,     ভুলি নে  ।
      করপল্লবে দিলে যে আঘাত 
      করিব কি তাহে আখিঁজলপাত ?

Chhol - ছল - Poems of Rabindranath Tagore

 
তোমারে পাছে সহজে বুঝি        তাই কি এত লীলার ছল -
বাহিরে যবে হাসির ছটা            ভিতরে থাকে আঁখির জল। 
বুঝি গো আমি , বুঝি গো তব   ছলনা -
যে কথা তুমি বলিতে চাও          সে কথা তুমি বল না ।।
তোমারে পাছে সহজে ধরি         কিছুরই তব কিনারা নাই -
দশের দলে টানি গো পাছে        বিরূপ তুমি, বিমুখ তাই ।
বুঝি গো আমি , বুঝি গো তব ছলনা -

procchonno - প্রচ্ছন্ন - Poems of Rabindranath Tagore

মোর কিছু ধন আছে সংসারে 
      বাকি সব ধন স্বপনে,          নিভৃত 
            স্বপনে  ।
ওগো, কোথা মোর আসার অতীত !
ওগো, কোথা তুমি পরশচকিত !
      কোথা গো স্বপন বিহারী !
তুমি এসো এসো গভীর গোপনে ,
এসো গো নিবিড় নীরব চরণে 
      বসনে প্রদীপ নিবারি           এসো  গো 
            গোপনে ।

Ami chonchol he - আমি চঞ্চল হে - Rabindranath Tagore poems

আমি চঞ্চল হে ,
আমি সুদূরের পিয়াসী। 
দিন চলে যায় , আমি আনমনে 
তারি আশা চেয়ে থাকি বাতায়নে -
ওগো, প্রাণে মনে আমি যে তাহার  পরশ পাবার প্রয়াসী। 
আমি সুদূরের পিয়াসী। 
সুদূর বিপুল সুদূর , তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি -
মোর ডানা নাই , আছি এক ঠাঁই , সে কথা যে যাই পাসরি ।।

Ebar firao more - এবার ফিরাও মোরে - Poem by Rabindranath Tagore

 
সংসারে সবাই যবে সারাক্ষন শতকর্মে রত ,
তুইশুধু ছিন্নবাধা পলাতক বালকের মতো 
মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুচ্ছায়ে 
দূরবনগন্ধবহ মন্দগতি ক্লান্ত তপ্ত বায়ে 
সারাদিন বাজাইলি বাঁশি । ওরে , তুই ওঠ আজি। 
আগুন লেগেছে কোথা !  কার শঙ্খ উঠিয়াছে বাজি 
জাগাতে জগৎ জনে ! কোথা হতে ধ্বনিছে ক্রন্দনে 
শূন্যতল ! কোন অন্ধ কারা-মাঝে জর্জর বন্ধনে
অনাথিনী মাগিছে সহায় ! স্ফীতপ্রায় অপমান 
অক্ষমের বক্ষহতে রক্ত শুষি করিতেছে পান 

Sukh - সুখ - poem by Rabindranath Tagore

আজি মেঘমুক্ত দিন ; প্রসন্ন আকাশ
হাসিছে বন্ধুর মতো ; সুমন্দ বাতাস
মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর ,
অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগবধুর 
উড়িয়া পড়িছে গায়ে । ভেসে যায় তরী
প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরি 
তরল কল্লোলে । অর্ধমগ্ন বালুচর 
দূরে আছে পড়ি , যেন দীর্ঘ জলচর 
রৌদ্র পোহাইছে শুয়ে । ভাঙা উচ্চতীর ;
ঘনচ্ছায়াপূর্ণ তরু ; প্রচ্ছন্ন কুটির ।

Juta abiskar - জুতা আবিষ্কার - Poem by Rabindranath Tagore

কহিল হবু, 'শুন গো গবুরায়
            কালিকে আমি ভেবেছি সারা রাত্র ,
মলিন ধুলা লাগিবে কেন পায়
            ধরণী মাঝে চরন ফেলা মাত্র ।
তোমরা শুধু বেতন লহ বাঁটি 
            রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি ।
আমার মাটি লাগায় মোরে মাটি,
            রাজ্যে মোর একি এ অনাসৃষ্টি !
                    শীঘ্র এর করিবে প্রতিকার 
                              নহিলে কারো রক্ষা নাহি আর ।'

Aagami - আগামী - Poem by Sukanta Bhattacharya

জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, 
আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ ;
মাটিতে লালিত, ভীরু, শুধু আজ আকাশের ডাকে 
মেলেছি সন্ধিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে ।
যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে 
তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরধ্বনি বাজে,
বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা 
শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা ।
আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা 
উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা ;

Charpotro - ছাড়পত্র - Poem by Sukanta Bhattacharya

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুম ঃ
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার 
জন্মমাত্র সুতীব্র চিৎকারে ।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত 
কী এক দুর্বোধ প্রতিজ্ঞায় ।

Sonar tori - সোনার তরী - Poem by Rabindranath Tagore

 গগনে গরজে মেঘ, ঘন বরষা ।
কূলে একা বসে আছি নাহি ভরসা ।
রাশি রাশি ভারা ভারা           ধান কাটা হলো সারা,
ভরা নদী খুরধারা        খরপরশা ¬
কাটিতে কাটিতে ধান এল বরষা ।।
একখানি ছোটো খেত , আমি একেলা ¬
চারি দিকে বাঁকা জল করিছে খেলা ।।
পরপারে দেখি আঁকা               তরুছায়ামসী -মাখা
গ্রামখানি মেঘে ঢাকা          প্রভাতবেলা ।
এ পারেতে ছোটো খেত , আমি একেলা ।।