সব ঠাঁই মোর ঘর আছে , আমি সেই ঘর মরি খুঁজিয়া।
দেশে দেশে মোর দেশ আছে , আমি সেই দেশ লব যুঝিয়া।
পরবাসী আমি যে দুয়ারে চাই -
তারি মাঝে মোর আছে যেন ঠাঁই ,
কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই সন্ধান লব বুঝিয়া ।
ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া ।।
দেশে দেশে মোর দেশ আছে , আমি সেই দেশ লব যুঝিয়া।
পরবাসী আমি যে দুয়ারে চাই -
তারি মাঝে মোর আছে যেন ঠাঁই ,
কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই সন্ধান লব বুঝিয়া ।
ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া ।।