Chitra - চিত্রা - Poems of Rabindranath Tagore
জগতের মাঝে কত বিচিত্র তুমি হে
তুমি বিচিত্ররূপিণী ।
অযুত আলোকে ঝলসিছ নীল গগনে ,
আকুল পুলকে উলসিছ ফুলকাননে ,
দ্যুলোকে ভূলোকে বিলসিছ চলচরণে
তুমি চঞ্চলগামিনী ।
মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে ,
অলকগন্ধ উড়িছে মন্দ বাতাসে ,
মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে
কত মঞ্জুল রাগিণী ।
তুমি বিচিত্ররূপিণী ।
অযুত আলোকে ঝলসিছ নীল গগনে ,
আকুল পুলকে উলসিছ ফুলকাননে ,
দ্যুলোকে ভূলোকে বিলসিছ চলচরণে
তুমি চঞ্চলগামিনী ।
মুখর নূপুর বাজিছে সুদূর আকাশে ,
অলকগন্ধ উড়িছে মন্দ বাতাসে ,
মধুর নৃত্যে নিখিল চিত্তে বিকাশে
কত মঞ্জুল রাগিণী ।
Sohojatri - সহযাত্রী - Poems of Rabindranath Tagore
কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি
যাব অকারণে ভেসে কেবল ভেসে ,
ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী
কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে ।
কুলহারা সেই সমুদ্র -মাঝখানে
শোনাব গান একলা তোমার কানে ,
ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা
আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে ।।
যাব অকারণে ভেসে কেবল ভেসে ,
ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী
কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে ।
কুলহারা সেই সমুদ্র -মাঝখানে
শোনাব গান একলা তোমার কানে ,
ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা
আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে ।।
Swopne - স্বপ্নে - (Geetanjali) Poems of Rabindranath Tagore
সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে
অরুণবরন পারিজাত লয়ে হাতে ।
নিদ্রিত পুরী , পথিক ছিল না পথে,
এক চলি গেলে তোমার সোনার রথে -
বারেক থামিয়া, মোর বাতায়নপানে
চেয়েছিলে তবে করুন নয়নপাতে ।।
Aruproton - অরূপরতন - Poems of Rabindranath Tagore
রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি ;
ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ন তরী ।
সময় যেন হয় রে এবার ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার ,
সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি ।
যে গান কানে যায় না শোনা সে গান যেথায় নিত্য বাজে
প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা-মাঝে ।
ঘাটে ঘাটে ঘুরব না আর ভাসিয়ে আমার জীর্ন তরী ।
সময় যেন হয় রে এবার ঢেউ-খাওয়া সব চুকিয়ে দেবার ,
সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব মরি ।
যে গান কানে যায় না শোনা সে গান যেথায় নিত্য বাজে
প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা-মাঝে ।
Belashese - বেলাশেষে - Poems of Rabindranath Tagore
আর নাই রে বেলা , নামল ছায়া ধরণীতে
এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ।
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে -
ওরে ডাকে আমার পথের পরে সেই ধ্বনিতে ।।
এখন বিজন পথে করে না কেউ আসা-যাওয়া ,
ওরে, প্রেম-নদীতে উঠেছে ঢেউ - উতল হাওয়া ।
জানি নে আর ফিরবো কি না , কার সাথে আজ হবে চিনা -
ঘটে সেই অজানা বজায় বীণা তরণীতে ।
চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ।।
এখন চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ।
জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে -
ওরে ডাকে আমার পথের পরে সেই ধ্বনিতে ।।
এখন বিজন পথে করে না কেউ আসা-যাওয়া ,
ওরে, প্রেম-নদীতে উঠেছে ঢেউ - উতল হাওয়া ।
জানি নে আর ফিরবো কি না , কার সাথে আজ হবে চিনা -
ঘটে সেই অজানা বজায় বীণা তরণীতে ।
চল রে ঘাটে কলসখানি ভরে নিতে ।।
[১৩ ভাদ্র , ১৩১৬]
Asharsondhya - আষাঢ়সন্ধ্যা - (Geetanjali) - Poems of Rabindranath Tagore
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এলো, গেলো বয়ে
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ।
একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন-মনে -
সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে ।।
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল -
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল ।
আঁধার রাতে প্রহরগুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি -
কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে -
বাঁধন - হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ।।
বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ।
একলা বসে ঘরের কোণে কি ভাবি যে আপন-মনে -
সজল হাওয়া জুথির বনে কি কথা যায় কয়ে ।।
হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল -
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে ভিজে বনের ফুল ।
আঁধার রাতে প্রহরগুলি কোন সুরে আজ ভরিয়ে তুলি -
কোন ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে -
বাঁধন - হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ।।
[২ আষাঢ় ১৩১৬ ]
Atmotran - আত্মত্রান - Poems of Rabindranath Tagore
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা -
বিপদে আমি না যেন করি ভয় ।
দুঃখতাপে - ব্যথিত চিতে নাই বা দিলে স্বান্তনা ,
দুঃখে যেন করিতে পারি জয় ।
সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে -
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা ,
নিজের মনে না মানি যেন ক্ষয় ।।
বিপদে আমি না যেন করি ভয় ।
দুঃখতাপে - ব্যথিত চিতে নাই বা দিলে স্বান্তনা ,
দুঃখে যেন করিতে পারি জয় ।
সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে -
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা ,
নিজের মনে না মানি যেন ক্ষয় ।।
Jonmo o Moron - জন্ম ও মরণ - Poems of Rabindranath Tagore
সে তো সেদিনের কথা বাক্যহীন যবে
এসেছিনু প্রবাসীর মতো এই ভবে
বিনা কোনো পরিচয় , রিক্ত শূন্য হাতে ,
একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে ।
আজ সেথা কি করিয়া মানুষের প্রীতি
কণ্ঠ হতে টানি লয় যত মোর গীতি ।
এ ভুবনে মোর চিত্তে অতি অল্প স্থান
নিয়েছে ভুবননাথ ! সমস্ত এ প্রাণ
সংসারে করেছ পূর্ণ । পদপ্রান্তে তব
প্রত্যহ যে ছন্দে-বাঁধা গীত নব নব
এসেছিনু প্রবাসীর মতো এই ভবে
বিনা কোনো পরিচয় , রিক্ত শূন্য হাতে ,
একমাত্র ক্রন্দন সম্বল লয়ে সাথে ।
আজ সেথা কি করিয়া মানুষের প্রীতি
কণ্ঠ হতে টানি লয় যত মোর গীতি ।
এ ভুবনে মোর চিত্তে অতি অল্প স্থান
নিয়েছে ভুবননাথ ! সমস্ত এ প্রাণ
সংসারে করেছ পূর্ণ । পদপ্রান্তে তব
প্রত্যহ যে ছন্দে-বাঁধা গীত নব নব
Nobo besh (Utsorgo kabyo) - নব বেশ - Poems of Rabindranath Tagore
সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি, মোর সভাতে ?
হাতে ছিল তব বাঁশি , অধরে অবাক হাঁসি ,
সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে ।
সে কি তুমি ওগো , তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে -
নবযৌবনসভাতে ?।
হাতে ছিল তব বাঁশি , অধরে অবাক হাঁসি ,
সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে ।
সে কি তুমি ওগো , তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে -
নবযৌবনসভাতে ?।
সেদিন আমার যত ছিল সব কাজ তুমি ভুলালে ।
খেলিলে সে কোন খেলা , কোথা কেটে গেলো বেলা ,
খেলিলে সে কোন খেলা , কোথা কেটে গেলো বেলা ,
Probasi - প্রবাসী - Poem by Rabindranath Tagore
সব ঠাঁই মোর ঘর আছে , আমি সেই ঘর মরি খুঁজিয়া।
দেশে দেশে মোর দেশ আছে , আমি সেই দেশ লব যুঝিয়া।
পরবাসী আমি যে দুয়ারে চাই -
তারি মাঝে মোর আছে যেন ঠাঁই ,
কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই সন্ধান লব বুঝিয়া ।
ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া ।।
দেশে দেশে মোর দেশ আছে , আমি সেই দেশ লব যুঝিয়া।
পরবাসী আমি যে দুয়ারে চাই -
তারি মাঝে মোর আছে যেন ঠাঁই ,
কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই সন্ধান লব বুঝিয়া ।
ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া ।।
অতীত - Otit - Poems of Rabindranath Tagore
কথা কও , কথা কও ,
অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেয়ে রও ?
কথা কও , কথা কও ।
যুগযুগান্ত ঢালে তার কথা তোমার সাগরতলে ,
কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে ।
যেথা এসে তার স্রোত নাহি আর ,
কলকল ভাষ নীরব তাহার -
তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি টরে কোথা যে লও ?
হে অতীত, তুমি হৃদয়ে আমার কথা কও , কথা কও ।।
অনাদি অতীত, অনন্ত রাতে কেন বসে চেয়ে রও ?
কথা কও , কথা কও ।
যুগযুগান্ত ঢালে তার কথা তোমার সাগরতলে ,
কত জীবনের কত ধারা এসে মিশায় তোমার জলে ।
যেথা এসে তার স্রোত নাহি আর ,
কলকল ভাষ নীরব তাহার -
তরঙ্গহীন ভীষণ মৌন, তুমি টরে কোথা যে লও ?
হে অতীত, তুমি হৃদয়ে আমার কথা কও , কথা কও ।।
আবর্তন - Aborton - Poems of Rabindranath Tagore
ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে ,
গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে।
সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে ,
ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে ।
ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ ,
রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া
অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ ,
সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে ,
ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে ।
ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ ,
রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া
অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ ,
Prosad - প্রসাদ - Poems of Rabindranath Tagore
'হায় গগন নহিলে তোমাকে ধরিবে কে বা !
ওগো তপন , তোমার স্বপন দেখি যে , করিতে পারি নে সেবা ।'
শিশির কহিল কাঁদিয়া -
'তোমারে রাখি যে বাঁধিয়া ,
হে রবি , এমন নাহিকো আমার বল ।
তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল ।'
ওগো তপন , তোমার স্বপন দেখি যে , করিতে পারি নে সেবা ।'
শিশির কহিল কাঁদিয়া -
'তোমারে রাখি যে বাঁধিয়া ,
হে রবি , এমন নাহিকো আমার বল ।
তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল ।'
Consciousness - A beginners perspective
We are conscious beings. How? Because we are able to experience things. Experience comes through properties of things being perceived, If there is no property being perceived there will be no experience of anything. It is through body or the mind that we perceive things. A body without a mind will perceive things but the dimension will not be of that level of a human. For example a worm without a brain can not perceive emotions of a human mind but it would perceive many things for its own survival. It is the specific instruments in human body-mind complex that gives a human unique experience of the world.
Subscribe to:
Posts (Atom)
-
More poems here অবশেষ ফুলিল মালতী, ফুলি সৰি গ'ল, বিলোৱা সৌৰভ মাত্ৰ জগতত ৰ'ল । ভাগি গ'ল বীণখনি, ছিগি গ...
-
Read other poems of Ram Gogoi শাওণৰ মেঘমুক্ত নীলাকাশ সূৰ্য্যস্নাত ক্লেদময় হে বিশাল পথাৰ ....... বিপ...
-
This poem from Kuhipath is a prayer by a kid to God. Without knowing who God is, where He lives or how to pray him its the love of God an...
-
কাৰ পৰশত ফুলিলি বান্ধৈ অ' মোৰ সাদৰী ফুলাম পাহি ? শ্যামলী পাতৰ ওৰণি গুচাই কাৰ ফালে চাই মাৰিলি হাঁহি ? কোন নন্দনত লগালি চমক, নাচিছে...
-
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার ! দিন...
-
People who studied in Assam in general and in Assamese medium in particular know Kuhipath, the very first book one gets to read in schools...
-
Today we are publishing some sweet poems from Kuhipath that every student who studied in Assamese medium primary school can relate to. আ...
-
মহান শিল্পী কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভা অসমীয়া সাহিত্যক উপহাৰ দি গৈছে বহু সোণসেৰীয়া গীত । তাৰেই কিছু গীত ইয়াতে প্ৰস্তুত কৰা হ'ল । ১) ম...
-
Read more poems of Hiren bhattacharya here এদিন শাওণ আজি শাওণৰ বাৰ কি তেৰ এৰাল ছিঙি ক'লা ডাৱৰবোৰে আকাশখনত হেম্বেলিয়াই আছে ...
-
Story has it that Kach, son of the Brihaspati - the Guru of the Gods, was sent to Shukracharya, Guru of the Daityas, to learn the Mrita-sa...