যেথায় থাকে সবার অধম দীনের থেকে দীন
সেখানে যে চরণ তোমার রাজে -
সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।
যখন তোমায় প্রণাম করি আমি
প্রণাম আমার কোনখানে যায় থামি ,
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে না যে -
সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।।
সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।
যখন তোমায় প্রণাম করি আমি
প্রণাম আমার কোনখানে যায় থামি ,
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে না যে -
সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।।