হাঁস ছিল সজারুও (ব্যাকরণ মানি না )
হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানি না ।
হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানি না ।
বক কহে কচ্ছপে 'বাহবা কি ফুর্তি !
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি '
টিয়ামুখো গিরগিটি মনে ভারী শঙ্কা
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা
এই ভারতের মহামানবের সাগরতীরে।
হেথায় দাঁড়ায়ে দু বাহু বাড়ায়ে নমি নর দেবতারে
উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে
ধ্যানগম্ভীর এই যে ভূধর , নদী-জপমালা-ধৃত প্রান্তর,
হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীর
এই ভারতের মহামানবের সাগরতীরে ।।