Bishom kando - বিষম কান্ড - Poem by Sukumar Ray

কর্তা চলেন, গিন্নি চলেন, খোকাও চলেন সাথে , 
তড়বড়িয়ে, বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে 
তেড়ে হনহন চলে তিনজন  যেন পল্টন চলে 
সিঁড়ি উঠতেই , একি কান্ড ! এ আবার কি বলে
ল্যাজ লম্বা, কান গোল গোল, তিড়িং-বিড়িং ছোটে ,
চোখ মিটমিট , কাটুস-কুটুস - এটি কোন জন বটে !

Obak Kando (অবাক কাণ্ড) - Poem of Sukumar Ray

শুন্‌ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে,
সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে ?
শুন্‌ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে ?
চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে ?

Aari - আড়ি - Poem by Sukumar Ray

কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে—
বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে।
শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি,
সাপে আর নেউলে ত চিরকাল বৈরী!

Truth in ME - introspection into my own self (Part-I)

Yesterday I was introspecting into myself and it seemed to lead to certain observation regarding myself. And since most human function in very similar pattern the findings of my introspection may be interpolated to the human society as a whole. 

I was thinking about my senses - firstly my eyes. They see things around. Also they are unable to see so many things. That was easy part. But then I thought - what if they mechanism of my eyes and its relations with brain are changed. Or say, the brain is little tweaked. The vision will change and I will see the same thing differently. It is also well known that different creatures see things differently. It is pretty simple to understand that without changing the 'object' being seen, changing the 'subject' that sees the object, the object changes. In practice, we don't say the object has changed. We say, our perception of the object has changed. This is due to the 'established reality'. 

Osombhob noy - অসম্ভব নয় - Poem by Sukumar Ray

এক যে ছিল সাহেব, তাহার
গুণের মধ্যে নাকের বাহার।
তার যে গাধা বাহন, সেটা
যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা।
ডাইনে বল্‌লে যায় সে বামে
তিন পা যেতে দুবার থামে ।
চল্‌তে চল্‌তে থেকে থেকে
খানায় খন্দে পড়ে বেঁকে।

Hingsutider gan - হিংসুটিদের গান - Poem by Sukumar Ray

 আমরা ভালো লক্ষী সবাই তোমরা ভারী বিশ্রী 
তোমরা  খাবে  নিমের পাচন , আমরা  খাবো মিশ্রী 
আমরা পাবো খেলনা পুতুল, আমরা পাবো চমচম 
তোমরা তো তা পাচ্ছ না কেও  পেলেও পাবে কম কম 
আমরা শোব খাট পালেঙে মায়ের কাছে ঘেষটে 
তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে 

Kane khato Bongshidhor - কানে খাটো বংশীধর - Poem by Sukumar Ray

কানে খাটো বংশীধর যায় মামাবাড়ি,
গুনগুন গান গায় আর নাড়ে দাড়ি।।
চলেছে সে একমনে ভাবে ভরপুর,
সহসা বাজিল কানে সুমধুর সুর।।
বংশীধর বলে, 'আহা, না জানি কি পাখি
সুদুরে মধুর গায় আড়ালেতে থাকি।।
দেখ, দেখ সুরে তার কত বাহাদুরি,
কালোয়াতি গলা যেন খেলে কারিকুরি।।'

Kajer lok - কাজের লোক - Poem by Sukumar Ray

                     প্রথম।
বাঃ - আমার নাম 'বাঃ',
বসে থাকি তোফা তুলে পায়ের উপর পা!
লেখাপড়ার ধার ধারিনে , বছর ভরে ছুটি,
হেসে খেলে আরাম ক'রে দুশো মজা লুটি।
কারে কবে কেয়ার করি , কিসের করি ডর?
কাজের নামে কম্প দিয়ে গায়ে আসে জ্বর।
গাধার মতন খাটিস্ তোরা মুখটা করে চুন-
আহাম্মুকি কান্ড দেখে হেসেই আমি খুন।

Kanakhora songbad - কানাখোঁড়া সংবাদ - Poem by Sukumar Ray

পুরাতন কালে ছিল দুই রাজা,
          নাম ধাম নাহি জানা,
একজন তার খোড়া অতিশয়,
          অপর ভূপতি কানা।
মন ছিল খোলা, অতি আলো ভোলা
          ধরমেতে ছিল মতি,
পর ধনে সদা ছিল দোঁহাকার
          বিরাগ বিকট অতি।

Khai Khai - খাই খাই - Poem by Sukumar Ray

খাই খাই করো কেন, এসো বসো আহারে—
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,
জড় করে আনি সব— থাক সেই আশাতে।
ডাল ভাত তরকারি ফল-মূল শস্য,
আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,
রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,
ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি,

Haat Gonona - হাত গণনা - Poems by Sukumar Ray

 ও পাড়ার নন্দগোসাঁই , আমাদের নন্দ খুড়ো ,
স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ।
ছিল না তার অসুখবিসুখ , ছিল সে মনের সুখে,
দেখা যেত সদাই তারে হুঁকোহাতে হাস্যমুখে ।
হঠাৎ কি তার খেয়াল হল ,
                             চলল সে তার হাত দেখাতে 
ফিরে এলো শুকনো সরু, ঠকাঠক কাঁপছে দাঁতে !
শুধালে সে কয়না কথা, আকাশেতে রয় সে চেয়ে,
মাঝে মাঝে শিউরে ওঠে, পড়ে জল চক্ষু বেয়ে ।

Ramgarurer chana - রামগরুড়ের ছানা - Poems of Sukumar Ray

রামগরুড়ের ছানা          হাসতে তাদের মানা 
           হাসির কথা শুনলে বলে
             ''হাসব না না না না !''
সদাই মরে ত্রাসে -          ওই বুঝি কেউ হাসে 
         এক চোখে তাই মিটমিটিয়ে 
            তাকায় আসে পাশে ।
ঘুম নেই তার চোখে        আপনি ব'কে ব'কে 
        আপনারে কয় , হাসিস যদি 
           মারবো কিন্তু তোকে !'