Khai Khai - খাই খাই - Poem by Sukumar Ray

খাই খাই করো কেন, এসো বসো আহারে—
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।
যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে,
জড় করে আনি সব— থাক সেই আশাতে।
ডাল ভাত তরকারি ফল-মূল শস্য,
আমিষ ও নিরামিষ, চর্ব্য ও চোষ্য,
রুটি লুচি, ভাজাভুজি, টক ঝাল মিষ্টি,
ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি,

Haat Gonona - হাত গণনা - Poems by Sukumar Ray

 ও পাড়ার নন্দগোসাঁই , আমাদের নন্দ খুড়ো ,
স্বভাবেতে সরল সোজা অমায়িক শান্ত বুড়ো ।
ছিল না তার অসুখবিসুখ , ছিল সে মনের সুখে,
দেখা যেত সদাই তারে হুঁকোহাতে হাস্যমুখে ।
হঠাৎ কি তার খেয়াল হল ,
                             চলল সে তার হাত দেখাতে 
ফিরে এলো শুকনো সরু, ঠকাঠক কাঁপছে দাঁতে !
শুধালে সে কয়না কথা, আকাশেতে রয় সে চেয়ে,
মাঝে মাঝে শিউরে ওঠে, পড়ে জল চক্ষু বেয়ে ।

Ramgarurer chana - রামগরুড়ের ছানা - Poems of Sukumar Ray

রামগরুড়ের ছানা          হাসতে তাদের মানা 
           হাসির কথা শুনলে বলে
             ''হাসব না না না না !''
সদাই মরে ত্রাসে -          ওই বুঝি কেউ হাসে 
         এক চোখে তাই মিটমিটিয়ে 
            তাকায় আসে পাশে ।
ঘুম নেই তার চোখে        আপনি ব'কে ব'কে 
        আপনারে কয় , হাসিস যদি 
           মারবো কিন্তু তোকে !'

Nera beltolay kobar jay - poems of Sukumar Ray

রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা -
ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না ।
গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা ;
রাজা বলে , ''বৃষ্টি নামা - নইলে কিচ্ছু মিলছে না ।''
থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'সে চুপটি ক'রে ,
হাঁড়িপানা মুখটি ক'রে আঁকড়ে ধরে শ্লেটটুকু ;
হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ।

Noboborsho - নববর্ষ - Poems by Subhro

ঘুমিয়ে পড়েছে অফিস 
শান্ত কাজের কোলাহল,
জেগে উঠেছে নতুন শহর এক 
আর তরল এলকোহল ।

নতুন বছরের আপ্যায়নে 
রাতের শহর মগ্ন,
কারো ভালোবাসা কারো অভিমান 
হোটেলের রুমে নগ্ন ।

Madhyannat - মধ্যাহ্নত - Poems of Nirmalprabha Bordoloi

সমুখত দুখৰ পৰমান্ন
জয়জয় ময়ময় দুপৰৰ ভোজ ।

বিষন্নবোৰক কোৱা 
আমাৰ কাঁহী শুণ্য নহয়, নিৰন্ন নহয় 
তাত উপচি আছে 
আহা ! পৰমান্ন ।

যি অন্নৰ সুগন্ধতে 
ঝন্‌ ঝন্‌ শিকলি ছিগিব 
এশ এটা ৰনুৱা ঘোৰাৰ ।

Otoprot - ওতঃপ্ৰোত - Poems of Nirmalprabha Bordoloi

অশ্ৰু আৰু অস্ত্ৰ
বৰ ওচৰা - ওচৰি 
দুটা শব্দ ।
অস্ত্ৰই অশ্ৰু ৰচে বুলি
তোমাৰ মনত থাকে 
কিনু অশ্ৰুৱেও যে 
অস্ত্ৰ ৰচে 
সেই কথা 
পাহৰা কিয় ?

Sangket - সংকেত - Poems of Nirmalprabha Bordoloi

মই ভালকৈ চকুৰে নমনা হ'লো
চোৱাচোন পোহৰবোৰ সঁচাকৈয়ে
গলাৰুপ যেন হৈছেনে ??
বলিকটা দাখনৰ 
ধাৰ থকা ফালটোৰ দৰে ??
ক'ৰবাত কিবা এটা 
লৰচৰ কৰি থকাৰ 
উমান পাইছো
চোৱাচোন, গজলীয়া ল'ৰাটোৰ 
হাতখন পোন হ'লনে ?

খৰধৰ কৰিবলৈ কোৱা 
সংকটত আখৰা নেলাগে ।।