'পরি'পূর্বক 'বিষ'ধাতু তাহে 'অনট' বসে
তবে ঘটায় পরিবেষন লেখে অমরকোষে ।
অর্থাৎ ভোজের ভান্ড হাতে লয়ে মেলা
ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা ।
এই দিকে এস তবে লয়ে ভোজ ভান্ড
সমুখে চাহিয়া দেখ কি ভীষণ কান্ড !
তবে ঘটায় পরিবেষন লেখে অমরকোষে ।
অর্থাৎ ভোজের ভান্ড হাতে লয়ে মেলা
ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা ।
এই দিকে এস তবে লয়ে ভোজ ভান্ড
সমুখে চাহিয়া দেখ কি ভীষণ কান্ড !
কেহ কহে 'দৈ আন' কেহ হাকে 'লুচি'
কেহ কাঁদে শূন্য মুখে পাতখানি মুছি ।