আকাশের ময়দানে বাতাসের ভরে
ছোট, বড়, সাদা, কালো কত মেঘ চরে ।
ছোট, বড়, সাদা, কালো কত মেঘ চরে ।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা ।
কথা হতে কথা যায় , কোন তালে চলে ,
বাতাসের কানে কানে কত কথা বলে ।
বুড়ো বুড়ো ধরি মেঘ ঢিপি হয়ে উঠে
শুয়ে বসে সভা করে সারাদিন জুটে ।