সব যেন ধোঁয়া ধোঁয়া ছায়া-ঢাকা ধুলোতে ,
চোখ কান খিল দেওয়া গিজ্ গিজ্ তুলোতে !
বহে নাকো নিঃস্বাস চলে নাকো রক্ত -
স্বপ্ন না জেগে দেখা , বোঝা ভারি শক্ত !
মন বলে , ''ওরে ওরে আক্কেল মন্ত,
কানদুটো খুলে দিয়ে এইবেলা শোনতো ।''
স্বপ্ন না জেগে দেখা , বোঝা ভারি শক্ত !
মন বলে , ''ওরে ওরে আক্কেল মন্ত,
কানদুটো খুলে দিয়ে এইবেলা শোনতো ।''
ঠাস্ ঠাস্ দ্রুম্ দ্রাম্ , শুনে লাগে খটকা , -
ফুল ফোটে ? তাই বল ! আমি ভাবি পটকা !