টিক টিক চলে ঘড়ি , টিক টিক টিক ,
একটা ইঁদুর এল সে সময়ে ঠিক ।
ঘড়ি দেখে একলাফে তাহাতে চড়িল,
টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল ।
অমনি ইঁদুরভায়া ল্যাজ গুটাইয়া ,
ঘড়ির ওপর থেকে পড়ে লাফাইয়া !
ছুটিয়া পালায়ে গেল আর না আসিল
টিক টিক টিক ঘড়ি চলিতে লাগিল ।।
একটা ইঁদুর এল সে সময়ে ঠিক ।
ঘড়ি দেখে একলাফে তাহাতে চড়িল,
টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল ।
অমনি ইঁদুরভায়া ল্যাজ গুটাইয়া ,
ঘড়ির ওপর থেকে পড়ে লাফাইয়া !
ছুটিয়া পালায়ে গেল আর না আসিল
টিক টিক টিক ঘড়ি চলিতে লাগিল ।।