Chhora - ছড়া - Poems of Sukumar Ray

টিক টিক চলে ঘড়ি , টিক টিক টিক ,
একটা ইঁদুর এল সে সময়ে ঠিক ।
ঘড়ি দেখে একলাফে তাহাতে চড়িল,
টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল ।
অমনি ইঁদুরভায়া ল্যাজ গুটাইয়া ,
ঘড়ির ওপর থেকে পড়ে লাফাইয়া !
ছুটিয়া পালায়ে গেল আর না আসিল 
টিক টিক টিক ঘড়ি চলিতে লাগিল ।।

Borai - বড়াই - Poem by Sukumar Ray

গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছেন বাসা 
মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা ।
রাজার হাতি হাওদা পিঠে হেলেদুলে আসে -
'বাপ রে !' বলে ব্যাঙ বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে !
রাজার হাতি, মেজাজ ভারি  হাজার রকম চাল ;
হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল ।
গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয় -

Ajob khela - আজব খেলা - Poems of Sukumar Ray

সোনার মেঘে আলতা ঢেলে সিঁদুর গায় 
সকাল - সাঝে সূর্যিমামা নিত্যি আসে যায় ।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভরে ভরে 
আপন ছবি অবনী মুছে আঁকে নুতন করে ।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের এল জ্বেলে ,
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে ।
আবার আঁকে, আবার মোছে দিনের পরে দিন 
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন ।

Megher Kheyal - মেঘের খেয়াল - Poems of Sukumar Ray

আকাশের ময়দানে বাতাসের ভরে 
ছোট, বড়, সাদা, কালো কত মেঘ চরে ।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা 
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা ।
কথা হতে কথা যায় , কোন তালে চলে ,
বাতাসের কানে কানে কত কথা বলে ।
বুড়ো বুড়ো ধরি মেঘ ঢিপি হয়ে উঠে 
শুয়ে বসে সভা করে সারাদিন জুটে ।

Kolikata kotha re - কলিকাতা কোথা রে - Poems of Sukumar Ray


গিরিধি  আরামপুরী , দেহ মন চিৎপাত ;
খেয়ে শুয়ে হুহু ক'রে কেটে যায় দিনরাত ;
হৈ চৈ হাঙ্গামা হুড়োতাড়া হেথা নেই ;
মাস বার তারিখের কোনো কিছু ল্যাঠা নেই ;
খিদে পেলে তেড়ে যাও , ঘুম পেলে ঘুমিও -
মোট কথা কী আরাম , বুঝলে না তুমিও !
ভুলেই গেছিনু কোথা এই ধরা মাঝেতে 
আছে সে শহর এক কলকেতা নামেতে -

Sompadoker dosha - সম্পাদকের দশা - Poem by Sukumar Ray


সম্পাদকীয় -
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা ।
পোঁটলা পুঁটুলি বাঁধি হইলেন দেশছাড়া ।।
অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে ।
জানে তাহা ভুক্তভুগী অপরে বুঝিবে কিসে ?
লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি ।
বেচারি ভাবিল মনে - বিদেশে লুকায়ে থাকি ।।
এদিকে তো ক্রমে ক্রমে বৎসরেক হলো শেষ ।
'নোটিস' পড়িল কত সম্পাদক 'নিরুদ্দেশ' ।।

Borshar Kobita - বর্ষার কবিতা - Poem by Sukumar Ray

কাগজ কলম  বসিয়াছি সদ্য ,
আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য ।
কি যে লিখি কি যে লিখি ভাবিয়া  পাই রে ,
হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে ।
সারাদিন ঘনঘটা কালো মেঘ আকাশে ,
ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে ।

Bejay Raag - বেজায় রাগ - Poems by Sukumar Ray

 
ও হাড়গিলে, হাড়গিলে ভাই , খাপ্পা দেখি বড্ড আজ !
ঝগড়া কি সাজে তোমার ?
                               এই কি তোমার যোগ্য কাজ ?
হোমরা-চোমরা মান্য তোমরা বিদ্যে, বুদ্ধি, মর্যাদায় ,
ওদের সঙ্গে তর্ক করছ - নাই কি কোন লজ্জা তায় ?
জানছ নাকি বলছে ওরা ? 'কিচির মিচির কিচ্চিরি,'
অর্থাৎ কিনা তোমার নাকি চেহারাটা বিচ্ছিরি !
বলছে, আচ্ছা বলুক, তাতে ওদেরই তো মুখ ব্যাথা ,
ঠ্যাঁটা লোকের শাস্তি যত, ওরাই শেষে ভুগবে তা ।

Fajiler Dictionary - ফাজিলের ডিকশনারি - Poem by Sukumar Ray

সব যেন ধোঁয়া ধোঁয়া ছায়া-ঢাকা ধুলোতে ,
চোখ কান খিল দেওয়া গিজ্  গিজ্ তুলোতে !
বহে নাকো  নিঃস্বাস চলে নাকো রক্ত -
স্বপ্ন না জেগে দেখা ,  বোঝা ভারি শক্ত !  
মন বলে , ''ওরে ওরে আক্কেল মন্ত,
কানদুটো খুলে দিয়ে এইবেলা শোনতো ।''
ঠাস্ ঠাস্ দ্রুম্ দ্রাম্ , শুনে লাগে খটকা , -
ফুল ফোটে ? তাই বল !  আমি ভাবি পটকা !

Pakapaki - পাকাপাকি - Poems of Sukumar Ray

আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে 
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা  আগুনে ।
রোদে জলে টিকে রং, পাকা  কই তাহারে ,
ফলারটি পাকা হয় লুচি দধি আহারে ।
হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে ,
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে ।

Darer kobita - দাঁড়ের কবিতা - Poems of Sukumar Ray

 
চুপ কর্ ,  শোন শোন , বেয়াকুল হোসনে,
ঠেকে গেছি বাপরে কি ভয়ানক প্রশ্নে !
ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে ,
ঝিম ঝিম টনটন ব্যাথা করে হাড়েতে ।
এক ছিল দাঁড়ি মাঝি - দাড়ি তার মস্ত,
দাড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষত ।

পরিবেষন - Poribeshon - Poem by Sukumar Ray

'পরি'পূর্বক 'বিষ'ধাতু তাহে 'অনট' বসে 
তবে ঘটায় পরিবেষন লেখে অমরকোষে ।
অর্থাৎ ভোজের ভান্ড হাতে লয়ে মেলা 
ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা ।
এই দিকে এস তবে লয়ে ভোজ ভান্ড 
সমুখে চাহিয়া দেখ কি ভীষণ কান্ড !
কেহ কহে 'দৈ  আন' কেহ হাকে  'লুচি'
কেহ কাঁদে শূন্য মুখে পাতখানি মুছি ।

Bishom kando - বিষম কান্ড - Poem by Sukumar Ray

কর্তা চলেন, গিন্নি চলেন, খোকাও চলেন সাথে , 
তড়বড়িয়ে, বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে 
তেড়ে হনহন চলে তিনজন  যেন পল্টন চলে 
সিঁড়ি উঠতেই , একি কান্ড ! এ আবার কি বলে
ল্যাজ লম্বা, কান গোল গোল, তিড়িং-বিড়িং ছোটে ,
চোখ মিটমিট , কাটুস-কুটুস - এটি কোন জন বটে !

Obak Kando (অবাক কাণ্ড) - Poem of Sukumar Ray

শুন্‌ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে,
সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে ?
শুন্‌ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে ?
চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে ?

Aari - আড়ি - Poem by Sukumar Ray

কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে—
বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে।
শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি,
সাপে আর নেউলে ত চিরকাল বৈরী!