সাগর যেথায় লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে,
আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে ।
মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ - দোলায় শুয়ে
ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে ।
আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে ।
মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ - দোলায় শুয়ে
ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে ।
সন্ধ্যা সকাল মেঘের মেলা কূল কিনারা ছাড়ি ,
রং-বেরঙের পাল তুলে দেয় দেশ-বিদেশে পাড়ি ।