ও হাড়গিলে, হাড়গিলে ভাই , খাপ্পা দেখি বড্ড আজ !
ঝগড়া কি সাজে তোমার ?
এই কি তোমার যোগ্য কাজ ?
হোমরা-চোমরা মান্য তোমরা বিদ্যে, বুদ্ধি, মর্যাদায় ,
ওদের সঙ্গে তর্ক করছ - নাই কি কোন লজ্জা তায় ?
জানছ নাকি বলছে ওরা ? 'কিচির মিচির কিচ্চিরি,'
অর্থাৎ কিনা তোমার নাকি চেহারাটা বিচ্ছিরি !
বলছে, আচ্ছা বলুক, তাতে ওদেরই তো মুখ ব্যাথা ,
ঠ্যাঁটা লোকের শাস্তি যত, ওরাই শেষে ভুগবে তা ।