আয়রে আলো আয় - Aay re aalo aay - Poems of Sukumar Ray

পুব গগনে রাত পোহালো,
ভোরের কোলে লাজুক আলো নয়ন মেলে চায় ।
আকাশতলে ঝলক জ্বলে,
মেঘের শিশু  ছলে আলোক মাখে গায় ।
সোনার আলো,  রঙিন আলো ,
স্বপ্নে আঁকা নবীন আলো - আয়রে আলো আয় ।

মহাভারত - আদিপর্ব - Mahabharat Adiporbo - Poems of Sukumar Ray

হস্তিনায় চন্দ্রবংশ কুরুরাজকুল 
রাজত্ব করেন সুখে বিক্রমে অতুল ।
সেই কূলে জন্ম তবু দৈববশে হায় 
অন্ধ বলি ধৃতরাষ্ট্র রাজ্য নাহি পায় 
কনিষ্ঠ তাহার পান্ডু, রাজত্ব সে করে,
পাঁচটি সন্তান তার দেবতার বরে ।
জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠির ধীর শান্ত মন 
'সাক্ষাৎ ধর্মের পুত্র' কহে সর্বজন ।

ভীষ্ম -Bheesmo - Poems of Sukumar Ray

কুরুকূলে পিতামহ ভীষ্মমহাশয় 
ভুবন বিজয়ী বীর শুন পরিচয় -
শান্তনু রাজার পুত্র নাম সত্যব্রত 
জগতে সার্থক নাম সত্যে অনুরত ।
স্বয়ং জননী গঙ্গা ব দিলা তাঁরে 
নিজ ইচ্ছা বিনা বীর না মরে সংসারে ।

সাগর যেথায় - Sagor jethay - Poems of Sukumar Ray

সাগর যেথায় লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে,
আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে ।
মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ - দোলায় শুয়ে 
ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে ।
সন্ধ্যা সকাল মেঘের মেলা কূল কিনারা ছাড়ি ,
রং-বেরঙের পাল তুলে দেয় দেশ-বিদেশে পাড়ি ।

Ondho meye -অন্ধ মেয়ে - Poems of Sukumar Ray

গভীর কালো মেঘের পরে রঙিন ধনু বাঁকা ,
রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা !
সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি ,
রঙিন বেশে, রঙিন ফুলে রঙিন প্রজাপতি !

Nodi -নদী - Poems of Sukumar Ray

হে পর্বত, যত নদী করি নিরীক্ষণ ,
তোমাতেই করে তারা জনম গ্রহণ ।
ছোট বড় ঢেউ সব তাদের উপরে 
কল কল শব্দ করি সবে ক্রীড়া করে ,
সেই নদী বেঁকে চুরে যায় দেশে দেশে ,
সাগরেতে পরে গিয়া সকলের শেষে ।

Sri gobindo kotha - শ্রী গোবিন্দকথা - Poems of Sukumar Ray

 আমি অর্থাৎ শ্রী গোবিন্দ মানুষটি নই বাঁকা !
যা বলি তা ভেবেই বলি , কথায় নেইকো ফাঁকা 
এখানকার সব সাহেবসুবো, সবাই আমায় চেনে 
দেখতে চাও তো দিতে পারি সার্টিফিকেট এনে 
ভাগ্য আমায় দেয় নি বটে করতে বি, এ, পাশ 
তাই বলে কি সময় কাটাই কেটে ঘোড়ার ঘাস ?
লোকে যে কয় বিদ্যে আমার কথামালায় শেষ 
এর মধ্যে সত্যি কথা নেইকো বিন্দুলেশ ।

Chhora - ছড়া - Poems of Sukumar Ray

টিক টিক চলে ঘড়ি , টিক টিক টিক ,
একটা ইঁদুর এল সে সময়ে ঠিক ।
ঘড়ি দেখে একলাফে তাহাতে চড়িল,
টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল ।
অমনি ইঁদুরভায়া ল্যাজ গুটাইয়া ,
ঘড়ির ওপর থেকে পড়ে লাফাইয়া !
ছুটিয়া পালায়ে গেল আর না আসিল 
টিক টিক টিক ঘড়ি চলিতে লাগিল ।।

Borai - বড়াই - Poem by Sukumar Ray

গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছেন বাসা 
মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা ।
রাজার হাতি হাওদা পিঠে হেলেদুলে আসে -
'বাপ রে !' বলে ব্যাঙ বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে !
রাজার হাতি, মেজাজ ভারি  হাজার রকম চাল ;
হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল ।
গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয় -

Ajob khela - আজব খেলা - Poems of Sukumar Ray

সোনার মেঘে আলতা ঢেলে সিঁদুর গায় 
সকাল - সাঝে সূর্যিমামা নিত্যি আসে যায় ।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভরে ভরে 
আপন ছবি অবনী মুছে আঁকে নুতন করে ।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের এল জ্বেলে ,
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে ।
আবার আঁকে, আবার মোছে দিনের পরে দিন 
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন ।

Megher Kheyal - মেঘের খেয়াল - Poems of Sukumar Ray

আকাশের ময়দানে বাতাসের ভরে 
ছোট, বড়, সাদা, কালো কত মেঘ চরে ।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা 
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা ।
কথা হতে কথা যায় , কোন তালে চলে ,
বাতাসের কানে কানে কত কথা বলে ।
বুড়ো বুড়ো ধরি মেঘ ঢিপি হয়ে উঠে 
শুয়ে বসে সভা করে সারাদিন জুটে ।

Kolikata kotha re - কলিকাতা কোথা রে - Poems of Sukumar Ray


গিরিধি  আরামপুরী , দেহ মন চিৎপাত ;
খেয়ে শুয়ে হুহু ক'রে কেটে যায় দিনরাত ;
হৈ চৈ হাঙ্গামা হুড়োতাড়া হেথা নেই ;
মাস বার তারিখের কোনো কিছু ল্যাঠা নেই ;
খিদে পেলে তেড়ে যাও , ঘুম পেলে ঘুমিও -
মোট কথা কী আরাম , বুঝলে না তুমিও !
ভুলেই গেছিনু কোথা এই ধরা মাঝেতে 
আছে সে শহর এক কলকেতা নামেতে -

Sompadoker dosha - সম্পাদকের দশা - Poem by Sukumar Ray


সম্পাদকীয় -
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা ।
পোঁটলা পুঁটুলি বাঁধি হইলেন দেশছাড়া ।।
অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে ।
জানে তাহা ভুক্তভুগী অপরে বুঝিবে কিসে ?
লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি ।
বেচারি ভাবিল মনে - বিদেশে লুকায়ে থাকি ।।
এদিকে তো ক্রমে ক্রমে বৎসরেক হলো শেষ ।
'নোটিস' পড়িল কত সম্পাদক 'নিরুদ্দেশ' ।।

Borshar Kobita - বর্ষার কবিতা - Poem by Sukumar Ray

কাগজ কলম  বসিয়াছি সদ্য ,
আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য ।
কি যে লিখি কি যে লিখি ভাবিয়া  পাই রে ,
হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে ।
সারাদিন ঘনঘটা কালো মেঘ আকাশে ,
ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে ।

Bejay Raag - বেজায় রাগ - Poems by Sukumar Ray

 
ও হাড়গিলে, হাড়গিলে ভাই , খাপ্পা দেখি বড্ড আজ !
ঝগড়া কি সাজে তোমার ?
                               এই কি তোমার যোগ্য কাজ ?
হোমরা-চোমরা মান্য তোমরা বিদ্যে, বুদ্ধি, মর্যাদায় ,
ওদের সঙ্গে তর্ক করছ - নাই কি কোন লজ্জা তায় ?
জানছ নাকি বলছে ওরা ? 'কিচির মিচির কিচ্চিরি,'
অর্থাৎ কিনা তোমার নাকি চেহারাটা বিচ্ছিরি !
বলছে, আচ্ছা বলুক, তাতে ওদেরই তো মুখ ব্যাথা ,
ঠ্যাঁটা লোকের শাস্তি যত, ওরাই শেষে ভুগবে তা ।