Showing posts with label Sukumar Ray. Show all posts
Showing posts with label Sukumar Ray. Show all posts

Megher Kheyal - মেঘের খেয়াল - Poems of Sukumar Ray

আকাশের ময়দানে বাতাসের ভরে 
ছোট, বড়, সাদা, কালো কত মেঘ চরে ।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা 
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা ।
কথা হতে কথা যায় , কোন তালে চলে ,
বাতাসের কানে কানে কত কথা বলে ।
বুড়ো বুড়ো ধরি মেঘ ঢিপি হয়ে উঠে 
শুয়ে বসে সভা করে সারাদিন জুটে ।

Kolikata kotha re - কলিকাতা কোথা রে - Poems of Sukumar Ray


গিরিধি  আরামপুরী , দেহ মন চিৎপাত ;
খেয়ে শুয়ে হুহু ক'রে কেটে যায় দিনরাত ;
হৈ চৈ হাঙ্গামা হুড়োতাড়া হেথা নেই ;
মাস বার তারিখের কোনো কিছু ল্যাঠা নেই ;
খিদে পেলে তেড়ে যাও , ঘুম পেলে ঘুমিও -
মোট কথা কী আরাম , বুঝলে না তুমিও !
ভুলেই গেছিনু কোথা এই ধরা মাঝেতে 
আছে সে শহর এক কলকেতা নামেতে -

Sompadoker dosha - সম্পাদকের দশা - Poem by Sukumar Ray


সম্পাদকীয় -
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা ।
পোঁটলা পুঁটুলি বাঁধি হইলেন দেশছাড়া ।।
অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে ।
জানে তাহা ভুক্তভুগী অপরে বুঝিবে কিসে ?
লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি ।
বেচারি ভাবিল মনে - বিদেশে লুকায়ে থাকি ।।
এদিকে তো ক্রমে ক্রমে বৎসরেক হলো শেষ ।
'নোটিস' পড়িল কত সম্পাদক 'নিরুদ্দেশ' ।।

Borshar Kobita - বর্ষার কবিতা - Poem by Sukumar Ray

কাগজ কলম  বসিয়াছি সদ্য ,
আষাঢ়ে লিখিতে হবে বরষার পদ্য ।
কি যে লিখি কি যে লিখি ভাবিয়া  পাই রে ,
হতাশে বসিয়া তাই চেয়ে থাকি বাইরে ।
সারাদিন ঘনঘটা কালো মেঘ আকাশে ,
ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে ।

Bejay Raag - বেজায় রাগ - Poems by Sukumar Ray

 
ও হাড়গিলে, হাড়গিলে ভাই , খাপ্পা দেখি বড্ড আজ !
ঝগড়া কি সাজে তোমার ?
                               এই কি তোমার যোগ্য কাজ ?
হোমরা-চোমরা মান্য তোমরা বিদ্যে, বুদ্ধি, মর্যাদায় ,
ওদের সঙ্গে তর্ক করছ - নাই কি কোন লজ্জা তায় ?
জানছ নাকি বলছে ওরা ? 'কিচির মিচির কিচ্চিরি,'
অর্থাৎ কিনা তোমার নাকি চেহারাটা বিচ্ছিরি !
বলছে, আচ্ছা বলুক, তাতে ওদেরই তো মুখ ব্যাথা ,
ঠ্যাঁটা লোকের শাস্তি যত, ওরাই শেষে ভুগবে তা ।

Fajiler Dictionary - ফাজিলের ডিকশনারি - Poem by Sukumar Ray

সব যেন ধোঁয়া ধোঁয়া ছায়া-ঢাকা ধুলোতে ,
চোখ কান খিল দেওয়া গিজ্  গিজ্ তুলোতে !
বহে নাকো  নিঃস্বাস চলে নাকো রক্ত -
স্বপ্ন না জেগে দেখা ,  বোঝা ভারি শক্ত !  
মন বলে , ''ওরে ওরে আক্কেল মন্ত,
কানদুটো খুলে দিয়ে এইবেলা শোনতো ।''
ঠাস্ ঠাস্ দ্রুম্ দ্রাম্ , শুনে লাগে খটকা , -
ফুল ফোটে ? তাই বল !  আমি ভাবি পটকা !

Pakapaki - পাকাপাকি - Poems of Sukumar Ray

আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে 
কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা  আগুনে ।
রোদে জলে টিকে রং, পাকা  কই তাহারে ,
ফলারটি পাকা হয় লুচি দধি আহারে ।
হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে ,
জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে ।

Darer kobita - দাঁড়ের কবিতা - Poems of Sukumar Ray

 
চুপ কর্ ,  শোন শোন , বেয়াকুল হোসনে,
ঠেকে গেছি বাপরে কি ভয়ানক প্রশ্নে !
ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে ,
ঝিম ঝিম টনটন ব্যাথা করে হাড়েতে ।
এক ছিল দাঁড়ি মাঝি - দাড়ি তার মস্ত,
দাড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষত ।

পরিবেষন - Poribeshon - Poem by Sukumar Ray

'পরি'পূর্বক 'বিষ'ধাতু তাহে 'অনট' বসে 
তবে ঘটায় পরিবেষন লেখে অমরকোষে ।
অর্থাৎ ভোজের ভান্ড হাতে লয়ে মেলা 
ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা ।
এই দিকে এস তবে লয়ে ভোজ ভান্ড 
সমুখে চাহিয়া দেখ কি ভীষণ কান্ড !
কেহ কহে 'দৈ  আন' কেহ হাকে  'লুচি'
কেহ কাঁদে শূন্য মুখে পাতখানি মুছি ।

Bishom kando - বিষম কান্ড - Poem by Sukumar Ray

কর্তা চলেন, গিন্নি চলেন, খোকাও চলেন সাথে , 
তড়বড়িয়ে, বুক ফুলিয়ে শুতে যাচ্ছেন রাতে 
তেড়ে হনহন চলে তিনজন  যেন পল্টন চলে 
সিঁড়ি উঠতেই , একি কান্ড ! এ আবার কি বলে
ল্যাজ লম্বা, কান গোল গোল, তিড়িং-বিড়িং ছোটে ,
চোখ মিটমিট , কাটুস-কুটুস - এটি কোন জন বটে !

Obak Kando (অবাক কাণ্ড) - Poem of Sukumar Ray

শুন্‌ছ দাদা! ঐ যে হোথায় বদ্যি বুড়ো থাকে,
সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে ?
শুন্‌ছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে ?
চক্ষু নাকি আপনি বোজে ঘুমটি তেমন পেলে ?

Aari - আড়ি - Poem by Sukumar Ray

কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে—
বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে।
শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি,
সাপে আর নেউলে ত চিরকাল বৈরী!

Khichuri - খিচুড়ি - Poems of Sukumar Ray

হাঁস  ছিল সজারুও (ব্যাকরণ মানি না )
হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানি না । 
বক কহে কচ্ছপে 'বাহবা কি ফুর্তি !
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি '
টিয়ামুখো গিরগিটি মনে ভারী শঙ্কা 
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা 

Abol Tabol - আবোল তাবোল - Poems of Sukumar Ray

আয়রে ভোলা খেয়াল খোলা 
স্বপন দোলা নাচিয়ে আয় 
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয় 
আয় যেখানে ক্ষেপার গানে নেইকো সুর 
আয়রে যেথায় উধাও হাওয়ায় 
মন ভেসে যায় কোন সুদূর