সম্পাদকীয় -
একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা ।
পোঁটলা পুঁটুলি বাঁধি হইলেন দেশছাড়া ।।
অনাহারী সম্পাদকী হাড়ভাঙা খাটুনি সে ।
জানে তাহা ভুক্তভুগী অপরে বুঝিবে কিসে ?
লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি ।
বেচারি ভাবিল মনে - বিদেশে লুকায়ে থাকি ।।
এদিকে তো ক্রমে ক্রমে বৎসরেক হলো শেষ ।
'নোটিস' পড়িল কত সম্পাদক 'নিরুদ্দেশ' ।।