গভীর কালো মেঘের পরে রঙিন ধনু বাঁকা ,
রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা !
সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি ,
রঙিন বেশে, রঙিন ফুলে রঙিন প্রজাপতি !
রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা !
সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি ,
রঙিন বেশে, রঙিন ফুলে রঙিন প্রজাপতি !