জল ঝরে, জল ঝরে, সারাদিন সারারাত -
অফুরান নামতায় বাদলের ধারাপাত
আকাশের মুখঢাকা, ধোয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার ।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায় ,
নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।
অফুরান নামতায় বাদলের ধারাপাত
আকাশের মুখঢাকা, ধোয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার ।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায় ,
নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।