সোনার মেঘে আলতা ঢেলে সিঁদুর গায়
সকাল - সাঝে সূর্যিমামা নিত্যি আসে যায় ।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভরে ভরে
আপন ছবি অবনী মুছে আঁকে নুতন করে ।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের এল জ্বেলে ,
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে ।
আবার আঁকে, আবার মোছে দিনের পরে দিন
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন ।
সকাল - সাঝে সূর্যিমামা নিত্যি আসে যায় ।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভরে ভরে
আপন ছবি অবনী মুছে আঁকে নুতন করে ।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের এল জ্বেলে ,
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে ।
আবার আঁকে, আবার মোছে দিনের পরে দিন
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন ।