হে পর্বত, যত নদী করি নিরীক্ষণ , তোমাতেই করে তারা জনম গ্রহণ । ছোট বড় ঢেউ সব তাদের উপরে কল কল শব্দ করি সবে ক্রীড়া করে , সেই নদী বেঁকে চুরে যায় দেশে দেশে , সাগরেতে পরে গিয়া সকলের শেষে ।
আমি অর্থাৎ শ্রী গোবিন্দ মানুষটি নই বাঁকা ! যা বলি তা ভেবেই বলি , কথায় নেইকো ফাঁকা এখানকার সব সাহেবসুবো, সবাই আমায় চেনে দেখতে চাও তো দিতে পারি সার্টিফিকেট এনে ভাগ্য আমায় দেয় নি বটে করতে বি, এ, পাশ তাই বলে কি সময় কাটাই কেটে ঘোড়ার ঘাস ? লোকে যে কয় বিদ্যে আমার কথামালায় শেষ এর মধ্যে সত্যি কথা নেইকো বিন্দুলেশ ।